কলকাতা বিভাগে ফিরে যান

বাংলায় বামেদের সঙ্গে দূরত্ব বজায় রাখবে কংগ্রেস

এপ্রিল 8, 2024 | < 1 min read

কেরলে কুস্তি আর বাংলায় দোস্তি। ইন্ডিয়া জোটের মঞ্চে হাত ধরাধরি করলেও বাংলায় জোটের নামে ভোট চাইবেনা কংগ্রেস, এমনটাই সিদ্ধান্ত নিয়েছে হাইকমান্ড।

কিন্তু এটা শুধুমাত্র বাংলাতেই করার কথা ভাবছে হাত শিবির। মহারাষ্ট্রে কংগ্রেস, উদ্ধব ঠাকরের শিবসেনা ও শরদ পওয়ারের এনসিপি মহা বিকাশ আঘাড়ী বা এমভিএ-র নামে ভোট চাইবে। বিহারে আরজেডি, কংগ্রেস, বামদলগুলি ‘মহাগঠবন্ধন’-এর নামে ভোট চাইবে। তামিলনাড়ুতে ভোট চাওয়া হবে ডিএমকে-কংগ্রেসের জোটের নামে।

বাংলায় আসন সমঝোতা ইতিমধ্যেই হয়ে গেছে দুই দলের মধ্যে। কংগ্রেস পেয়েছে নিজের শক্ত ঘাঁটি, বামেরা পেয়েছে বহু গুরুত্বপূর্ণ আসন।

ইন্ডিয়া জোটের নামে ভোট না চাওয়ার কারণ এই জোটের বাংলায় বড় সদস্য তৃণমূল কংগ্রেস পৃথকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।

বঙ্গে তৃণমূলই প্রথম কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতার সম্ভাবনা খারিজ করে ৪২টি কেন্দ্রে একা লড়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু পরে তৃণমূল জানায়, তারা ইন্ডিয়া জোটে রয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

২৬ হাজার চাকরি বাতিলে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি পশ্চিমবঙ্গ-সহ আরও ৮ রাজ্যে
FacebookWhatsAppEmailShare
মুম্বাইয়ের সন্ত্রাসবাদীর নিশানায় অভিষেক!
FacebookWhatsAppEmailShare