কলকাতা বিভাগে ফিরে যান

মুম্বাইয়ের সন্ত্রাসবাদীর নিশানায় অভিষেক!

এপ্রিল 22, 2024 | < 1 min read

জঙ্গি নজরে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও ডায়মন্ড হারবারের বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়! সোমবার দুপুরে সাংবাদিক সম্মেলন করেন অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। তিনি জানান, গত কয়েকদিন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও অফিসে রেইকি করা হয়েছে। অভিষেক ও তাঁর আপ্তসহায়কের ফোন নম্বর জোগাড় করে এক জঙ্গি। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

অতিরিক্ত কমিশনার মুরলীধর শর্মা ও জয়েন্ট সিপি এসচিএফ ভি সলোমন নিশাকুমার বলেন, “কিছু লোক রেইকি করছিল কিছু রাজনৈতিক নেতার উপর। আমরা জানতে পারি একজন মুম্বই থেকে এসে এখানে থাকে। কয়েকজনকে অ্যাপ্রোচ করে। অভিষেক এবং তাঁর পিএ-এর নম্বরও জোগাড় করেছে। রাজারাম রেগে নাম। ২৬/১১ মুম্বই হামলা যখন হয়, ডেভিড হেডলি যখন ইন্ডিয়াতে আসে, তখন যে হেডলিকে কয়েকজনকে রাজনৈতিক নেতার উপর রেইকি করতে সাহায্য করেছিল, সে এই রাজারাম রেগে। সেই রাজারাম রেগে কলকাতায় আসে। দু’দিন কলকাতায় ছিল। অভিষেক ব্যানার্জি ও তাঁর পিএ-এর নম্বর জোগাড় করে। বাড়ির আশেপাশে রেইকিও করে।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

২৬ হাজার চাকরি বাতিলে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি পশ্চিমবঙ্গ-সহ আরও ৮ রাজ্যে
FacebookWhatsAppEmailShare
ফের ভারতসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়
FacebookWhatsAppEmailShare