কলকাতা বিভাগে ফিরে যান

অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি পশ্চিমবঙ্গ-সহ আরও ৮ রাজ্যে

এপ্রিল 25, 2024 | < 1 min read

গরম থেকে এখনই রেহাই নেই। আরও সাত দিন তাপপ্রবাহের জ্বালা সইতে হবে বঙ্গবাসীকে, এমনই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে। গোটা দেশেই তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে আগামী কয়েকদিনে।

তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গ-সহ আরও ৮ রাজ্যে। মৌসম ভবন জানিয়েছে, বাংলা, ওড়িশা, মহারাষ্ট্র, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, তেলঙ্গানায় সর্বোচ্চ তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি বাড়তে পারে। আজ বৃহস্পতিবার গরম আরও কয়েক ডিগ্রি বাড়বে। আজ কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলেই মনে করছেন আবহাওয়া দপ্তর।

মৌসম ভবন পূর্বাভাস দিয়েছে, মহারাষ্ট্র, গুজরাত, রাজস্থানে দ্বিতীয় দফায় তাপপ্রবাহ শুরু হবে ২৭ এপ্রিল থেকে। ২৯ তারিখ অবধি তাপমাত্রা ৪ ডিগ্রি বাড়বে। ‘সিভিয়ার হিটওয়েভ অ্যালার্ট’ জারি হয়েছে এই তিন রাজ্যে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

২৬ হাজার চাকরি বাতিলে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
মুম্বাইয়ের সন্ত্রাসবাদীর নিশানায় অভিষেক!
FacebookWhatsAppEmailShare
ফের ভারতসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়
FacebookWhatsAppEmailShare