অন্যান্য বিভাগে ফিরে যান

বিশ্ব ইমোজি দিবসে জানুন ইমোজির ইতিহাস

জুলাই 17, 2023 | < 1 min read

ফোনে খুটুর খুটুর বেড়ে যাওয়ার অন্যতম কারণ ইমোজি। মনের ভাব প্রকাশ করার এর চেয়ে ভালো উপায় হয়তো হয়না। ২০১৪ সাল থেকে প্রতি বছর ১৭ জুলাই দিনটিকে বিশ্ব ইমোজি দিবস হিসাবে পালন করা হয়। ১৯৯৯ সালে, শিগেতাকা কুরিতা নামে এক জাপানি ইঞ্জিনিয়ার তৈরি করেন প্রথম ইমোজি।

😍 : আই লভ ইউ বা আই লভ দিস বোঝানোর জন্য এই ইমোজি।
❤️ : দূরে থেকেও প্রিয়জনকে ভালোবাসি জানাতে এই ইমোজি।
🙏 : জাপানিদের তৈরি হাই ফাইভ ইমোজির মানে ভারতে এসে হয়ে গেল নমস্কার!
😎 : মুখে হাসি, চোখে চশমা, এই ইমোজি ব্যবহার করা হয় ‘কুল’ বোঝাতে।
🥳 : সেলিব্রেশন বোঝাতে ব্যবহৃত হয় জনপ্রিয় এই ইমোজি।
😇 : ভাজা মাছ উল্টে না খেতে জানা বোঝাতে ব্যবহৃত হয় অ্যাঞ্জেল ফেস।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

শ্রমিকদের অধিকার বুঝে নেওয়ার দাবিতে মে দিবস
FacebookWhatsAppEmailShare
২০২৪-এ নববর্ষের প্রথম সূর্য কিরণ পড়বে দেশের কোন রাজ্যে
FacebookWhatsAppEmailShare
আগে ১ জানুয়ারিকে ইংরেজি নববর্ষের প্রথম দিন হিসাবে ধরা হত না
FacebookWhatsAppEmailShare