অন্যান্য বিভাগে ফিরে যান

২০২৪-এ নববর্ষের প্রথম সূর্য কিরণ পড়বে দেশের কোন রাজ্যে

ডিসেম্বর 31, 2023 | < 1 min read

২০২৩-কে বিদায় জানিয়ে ২০২৪-কে স্বাগত জানানোর পালা। কী ভাবে বর্ষবরণ পালন করবেন তার প্ল্যানও অবশ্যই হয়ে গিয়েছে? জানেন কি কোন রাজ্য় প্রথম সূর্যোদয় দেখবে?

উত্তরপূর্ব ভারতের অরুণাচল প্রদেশের লোহিত জেলার একেবারে পূর্ব প্রান্তের ডং গ্রাম সাক্ষী থাকবে প্রথম সূর্যোদয়ের। প্রতিদিনই এই গ্রামে প্রথম সূর্যের আলো পড়ে। দেশের একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত এই গ্রাম। অনেকদিন পর্যন্ত অজানা ছিল অরুণাচল প্রদেশে যে প্রথম সূর্যোদয় হয়।

১৯৯৯ সাল পর্যন্ত মনে করা হত প্রথম সূর্যোদয় হয় আন্দামানের কাটচাল দ্বীপে। পরে দেখা যায় আন্দামানে নয়, অরুণাচল প্রদেশেই প্রথম সূর্যোদয় হয়। ডং গ্রামে সূর্য উঠে ভোর পাঁচটার আগে। মরশুম অনুযায়ী এই সময়ের হেরফের হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আগে ১ জানুয়ারিকে ইংরেজি নববর্ষের প্রথম দিন হিসাবে ধরা হত না
FacebookWhatsAppEmailShare
২০২৩-এ ইনস্টাগ্রামের সেরা ১০
FacebookWhatsAppEmailShare
পাখিদের বাঁচাতে কেন্দুয়ায় পাহারা
FacebookWhatsAppEmailShare