এখন খবরে বিভাগে ফিরে যান

তিন বছরেই কেউ ডিপ্লোমা ডাক্তার হয়ে যায় না – মত বিশেষজ্ঞদের

মে 16, 2023 | < 1 min read

ডাক্তার নয়, স্বাস্থ্য সহায়ক। তিন বছরের ডিপ্লোমা করা ছাত্রদের বলা যাবেনা ‘ডাক্তার’। এমনই মত দিয়েছে রাজ্য সরকারের তৈরি বিশেষজ্ঞ কমিটি। প্রান্তিক গ্রামাঞ্চলে স্বাস্থ্য পরিষেবাকে আরও সুষম করতে এনাদের ব্যবহার করা হোক, মত কমিটির।

তিন বছরের প্রশিক্ষণে ডিপ্লোমা ডাক্তার তৈরি করা যায় কি না, তা স্বাস্থ্য দপ্তরকে খতিয়ে দেখতে বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই লক্ষ্যে গঠন করা হয় ১৫ জনের বিশেষজ্ঞ কমিটি।

কমিটির প্রত্যেক সদস্য একটি বিষয়ে একমত, কোনও ভাবেই ‘ডিপ্লোমা ডাক্তার’ বলে উল্লেখ করা যাবে না এদের। ডাক্তারের সমতুল্য কোনও পদ তৈরি করা যাবে না। তার চেয়ে বরং গ্রামাঞ্চলের প্রান্তিক স্তরে রোগ নিয়ন্ত্রণ ও চিকিৎসার মাঝামাঝি স্বাস্থ্য ব্যবস্থার সহায়ক হিসাবে তৈরি করা যেতে পারে প্রশিক্ষণপ্রাপ্তদের, যাদের ‘হেল্থ‌ কেয়ার প্রোভাইডার’ বলা যেতে পারে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল
FacebookWhatsAppEmailShare
‘প্রয়াত’ নোট নিয়ে মিমের ছড়াছড়ি নেটপাড়ায়
FacebookWhatsAppEmailShare
ফেক নিউজ চিহ্নিত করতে ছাত্রছাত্রীদের ট্রেনিং
FacebookWhatsAppEmailShare