পরিবহণ বিভাগে ফিরে যান

হাওড়া ডিভিশনে চলবে ৮টি পুজো স্পেশাল লোকাল

অক্টোবর 20, 2023 | < 1 min read

হাওড়া ডিভিশনে দুর্গাপুজো স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। জানা যাচ্ছে সপ্তমী, অষ্টমী এবং নবমী রাতে হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল এবং শেওড়াফুলি-তারকেশ্বর রুটে মোট আটটি স্পেশাল ট্রেন চালানো হবে। কর্ড লাইনের মেন লাইন দিয়েও স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। এই ট্রেনগুলি যাত্রাপথের সব স্টেশনে দাঁড়াবে।

হাওড়া ডিভিশনের পুজো স্পেশাল ট্রেন :

১) হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন (ভায়া ব্যান্ডেল): রাত ১২ টা ৪৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে।

২) বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন (ভায়া ব্যান্ডেল): রাত ৯ টা ৪০ মিনিটে বর্ধমান থেকে ছাড়বে।

৩) হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন (ভায়া ডানকুনি): হাওড়া থেকে রাত ১ টা ১৫ মিনিটে ছাড়বে।

৪) বর্ধমান-হাওড়া লোকাল ট্রেন (ভায়া ডানকুনি): বর্ধমান থেকে রাত ১০ টা ৩০ মিনিটে ছাড়বে।

৫) হাওড়া-ব্যান্ডেল লোকাল ট্রেন: রাত ১ টায় হাওড়া থেকে ছাড়বে।

৬) ব্যান্ডেল-হাওড়া লোকাল ট্রেন: রাত ১১ টা ৩০ মিনিটে ব্যান্ডেল থেকে ছাড়বে।

৭) শেওড়াফুলি-তারকেশ্বর লোকাল ট্রেন: রাত ১২ টা ২৫ মিনিটে শেওড়াফুলি স্টেশন থেকে ট্রেন ছাড়বে।

৮) তারকেশ্বর-শেওড়াফুলি লোকাল ট্রেন: রাত ১১ টায় তারকেশ্বর থেকে ট্রেন ছাড়বে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবের মরশুমে ১০ দিন বন্ধ চক্ররেল
FacebookWhatsAppEmailShare
পুজোর সময় অটোর ভাড়া বাড়লো কোন কোন রুটে?
FacebookWhatsAppEmailShare
বৃহস্পতিবার থেকেই চাকা গড়াবে সিকিমের ১০ নম্বর জাতীয় সড়কে
FacebookWhatsAppEmailShare