পরিবহণ বিভাগে ফিরে যান

পুজোর সময় অটোর ভাড়া বাড়লো কোন কোন রুটে?

অক্টোবর 19, 2023 | < 1 min read

পুজোর সময় সবকিছুই বেশি দামে বিকয়, সার্জ প্রাইসিং চলে অ্যাপ ক্যাবে। অটো বাকি থাকে কেন?। দেখে নিন কোন কোন রুটে বাড়ছে অটোর ভাড়া।

রাসবিহারী থেকে চেতলা – ১৫ টাকা থেকে বেড়ে ২০ টাকা।

আহিরীটোলা লঞ্চঘাট থেকে উল্টোডাঙা – ২০ টাকা থেকে বেড়ে ২৫ টাকা।

আহিরীটোলা থেকে শোভাবাজার মেট্রো স্টেশন – ১৫ টাকা থেকে বেড়ে ২৫ টাকা।

শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেড়ে উল্টোডাঙা মোড় – ২০ টাকা থেকে বেড়ে ২৫/৩৫ টাকা।

শিয়ালদহ থেকে ধাপা বাইপাস, মেট্রোপলিটন – ১০ টাকা থেকে বেড়ে ১৫ টাকা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

উৎসবের মরশুমে ১০ দিন বন্ধ চক্ররেল
FacebookWhatsAppEmailShare
হাওড়া ডিভিশনে চলবে ৮টি পুজো স্পেশাল লোকাল
FacebookWhatsAppEmailShare
বৃহস্পতিবার থেকেই চাকা গড়াবে সিকিমের ১০ নম্বর জাতীয় সড়কে
FacebookWhatsAppEmailShare