Pujo Special Train

হাওড়া ডিভিশনে চলবে ৮টি পুজো স্পেশাল লোকাল

হাওড়া ডিভিশনে দুর্গাপুজো স্পেশাল ট্রেন চালাচ্ছে পূর্ব রেল। জানা যাচ্ছে সপ্তমী, অষ্টমী এবং নবমী রাতে হাওড়া-বর্ধমান, হাওড়া-ব্যান্ডেল এবং শেওড়াফুলি-তারকেশ্বর রুটে মোট আটটি স্পেশাল ট্রেন চালানো হবে। কর্ড লাইনের মেন লাইন দিয়েও স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল। এই ট্রেনগুলি যাত্রাপথের সব স্টেশনে দাঁড়াবে। হাওড়া ডিভিশনের পুজো স্পেশাল ট্রেন : ১) হাওড়া-বর্ধমান লোকাল ট্রেন (ভায়া ব্যান্ডেল): রাত

শিয়ালদহ শাখায় ১৮টি পুজো স্পেশাল লোকাল

এবার পঞ্চমী অর্থাৎ ১৯ অক্টোবর থেকেই পুজো স্পেশাল লোকাল ট্রেন চালানো হবে শিয়ালদা ডিভিশনে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, পঞ্চমীর রাত থেকে নবমীর রাত পর্যন্ত মোট নয় জোড়া দুর্গাপুজো স্পেশাল লোকাল ট্রেন চলবে এই শাখায়। একাধিক পুজো স্পেশাল ট্রেন চালানো হবে শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-কল্যাণী, শিয়ালদা-বনগাঁ, শিয়ালদা-ডানকুনি, শিয়ালদা-বারুইপুর এবং শিয়ালদা-বজবজ লাইনে। যাত্রাপথের সব স্টেশনে দাঁড়াবে এই ট্রেনগুলি।