বাংলা বিভাগে ফিরে যান

উৎসব এক, নাম অনেক- দোল ঘিরে দেশের নানা অজানা কথা

মার্চ 24, 2024 | 3 min read

দোল বা হোলি উৎসব আমাদের দেশের বিভিন্ন রাজ্যে পালিত হয় ৷ হোলি ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন রীতি ও ঐতিহ্যের সঙ্গে বিভিন্ন উপায়ে উদযাপন করা হয়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন উপায়ে বিভিন্ন জায়গায় হোলি উদযাপন করা হয়।

বৈথকি হোলি – কুমায়ুন অঞ্চলের বৈথকি হোলি খুবই জনপ্রিয় । এর পাশাপাশি খড়ি হোলির প্রথাও রয়েছে । এখানে শাস্ত্রীয় সঙ্গীত এবং গানের মাধ্যমে হোলি উৎসব পালিত হয় । মহিলাদের জন্যও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় এখানে।

Image – inextlive

হোলা মহল্লা – পঞ্জাবে হোলির দিনে হোলা মহল্লা পালিত হয় ৷ এই দিনে শিখরা শক্তি প্রদর্শন করে ৷ এটি তাদের পুরানো ঐতিহ্য ।

লাঠমার হোলি-উত্তরপ্রদেশের বারসানায় লাটমার হোলি খুব জনপ্রিয়। তবে, এখানকার হোলি একটু অন্যভাবে উদযাপন করা হয় । রঙের উৎসবে এখানকার মহিলারা পুরুষদের লাঠি নিয়ে তাড়া করে ।

খাদি হোলি-উত্তরাখণ্ডে জনপ্রিয় খাদি হোলি নাচে-গানের মধ্যে দিয়ে উদযাপন করা হয় । মূলত, কুমায়ুন অঞ্চলে খেলা হয় এই রঙের উৎসব । স্থানীয়রা ঐতিহ্যবাহী পোশাক পরে, খারি গান গায় এবং নাচ করে ।

Image – Haridwar Rishikesh Tourism

ফাগুয়া-বিহারে ভোজপুরি ভাষায় রঙের উৎসবটি ফাগুয়া নামে পরিচিত । হোলিকা দহনের পর জল ও গুঁড়ো রং দিয়ে হোলি খেলা হয় । লোকগানও গাওয়া হয়

রং পঞ্চমী -মহারাষ্ট্রে রং পঞ্চমী নামে খেলা হয় রঙের উৎসব । রাঙা পঞ্চমী নামেও পরিচিত । হোলিকা দহনের পর পঞ্চম দিনে রং খেলার রীতি রয়েছে ।

Image – Srilankaguardian

ইয়াংওসাং- মণিপুরে রঙের উৎসবের নাম ইয়াওসাং । এটি ছয় দিন ধরে পালিত হয় ।

Image – Indian Eagle

ধুলন্ডি উৎসব -হরিয়ানায় ধুলন্ডি উৎসব বিখ্যাত । এখানে হোলিতে দেওর ও বৌদির সম্পর্ককে বিশেষ গুরুত্ব দেওয়া হয়

Image- One India Bengali

বসন্ত উৎসব- বাংলায় শান্তিনিকেতনের বসন্ত উৎসব দেখতে আসেন সারা দেশ থেকে। দোল পূর্ণিমার দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে উদযাপন করা হয়।

Image – AjtakBangla

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মালদায় এসে “গ্যারেন্টি” উধাও মোদির
FacebookWhatsAppEmailShare
রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare
সন্দেশখালিতে সিবিআইয়ের অভিযান নিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের
FacebookWhatsAppEmailShare