Holi

উৎসব এক, নাম অনেক- দোল ঘিরে দেশের নানা অজানা কথা

দোল বা হোলি উৎসব আমাদের দেশের বিভিন্ন রাজ্যে পালিত হয় ৷ হোলি ভারতের বিভিন্ন স্থানে বিভিন্ন রীতি ও ঐতিহ্যের সঙ্গে বিভিন্ন উপায়ে উদযাপন করা হয়। আসুন জেনে নেওয়া যাক কোন কোন উপায়ে বিভিন্ন জায়গায় হোলি উদযাপন করা হয়। বৈথকি হোলি – কুমায়ুন অঞ্চলের বৈথকি হোলি খুবই জনপ্রিয় । এর পাশাপাশি খড়ি হোলির প্রথাও রয়েছে ।

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালন করা হয় বসন্তোৎসব

ফাল্গুনী পূর্ণিমা তিথিতে পালন করা হয় বসন্তোৎসব। এই দিনে রঙে রঙে সবাই নিজেদের রাঙিয়ে তোলে। আসুন জেনে নিই কী কারণে এই রঙের উৎসবে স্বয়ং শ্রীকৃষ্ণ মেতে উঠেছিলেন। দ্বাপর যুগের সময় দুই দৈত্যের অত্যাচারে মথুরাবাসী অত্যন্ত সন্ত্রস্ত ছিলেন। মথুরাবাসীরা এই অত্যাচারের হাত থেকে তাদের রক্ষা করতে শ্রীকৃষ্ণেকে অনুরোধ করেন। ফাল্গুনী পুর্ণিমার আগের দিন শুক্লা চতুর্দশী তিথিতে