কলকাতা বিভাগে ফিরে যান

২৫’এর বইমেলার দিনবদল

জানুয়ারি 30, 2024 | < 1 min read

বুধবার ৩১ জানুয়ারি বইমেলার শেষ দিন। প্রত্যেক বছর, শহর কলকাতার বুকে অন্যতম মিলনক্ষেত্র হয়ে ওঠে এই বইমেলা। গতবার ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ২৬ লক্ষ মানুষ হাজির হয়েছিলেন। বই বিক্রি হয়েছিল ২৫ কোটি টাকার। এবার ৪৭তম কলকাতা বইমেলায় দু’টি শনিবার, দু’টি রবিবার ছাড়াও ২৩ জানুয়ারি এবং ২৬ জানুয়ারি মিলিয়ে ছ’টি ছুটির দিন মিলেছে। তাই ভিড় হয়েছে গতবারের চেয়ে প্রায় ২০ শতাংশ বেশি।

বিক্রি গড়ে ১০ শতাংশ বেড়েছে। ভিড় অনুযায়ী আরও বিক্রির প্রত্যাশা করেছিলেন প্রকাশকরা। যাতে আরও বই বিক্রি করা যায় সেইজন্য গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, আমরা ভাবছি, ২৩ জানুয়ারির আগে বইমেলা শুরু করব। ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ পর্যন্ত মেলা চলবে। এর ফলে, ছুটি পাওয়া যাবে, ভিড়ও হবে। মাস মাইনে নিয়েও সমস্যা থাকবে না।

আমরা বিষয়টি নিয়ে আলোচনা করে অনুমতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাব।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি পশ্চিমবঙ্গ-সহ আরও ৮ রাজ্যে
FacebookWhatsAppEmailShare
মুম্বাইয়ের সন্ত্রাসবাদীর নিশানায় অভিষেক!
FacebookWhatsAppEmailShare
ফের ভারতসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়
FacebookWhatsAppEmailShare