এখন খবরে বিভাগে ফিরে যান

৩৬০০০ চাকরি বাতিলের রায় সংশোধন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের

মে 16, 2023 | < 1 min read

গত ১২ মে শুক্রবার প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। কিন্তু আজ সেই রায় সংশোধন করে বিচারপতি জানিয়েছেন ৩৬ হাজারের নিয়োগে ত্রুটি হয়নি। সংখ্যাটা কিছুটা কম, ৩২ হাজারের কাছাকাছি হবে।

বিচারপতি আজ জানিয়েছেন ‘টাইপোগ্রাফিক্যাল’ ভুল ছিল। প্রথমটি ছিল, প্যানেলের সর্বনিম্ন নম্বর রায়ে লেখা হয়েছে ১৪.১৯১। দ্বিতীয় ভুলটি ছিল, ৩৬ হাজারের নিয়োগে ত্রুটি হয়নি। সংখ্যাটা কিছুটা কম। সর্বনিম্ন নম্বর সংশোধন করে হবে ১৩.৭৯৬।

এর পাশাপাশি বাতিল করা হল ববিতা সরকারের চাকরিও। মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের চাকরি পেয়েছিলেন ববিতা সরকার। এবার সেই চাকরি বাতিল করা হয়েছে। ববিতা সরকারের চাকরি অনামিকা রায়কে দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল
FacebookWhatsAppEmailShare
‘প্রয়াত’ নোট নিয়ে মিমের ছড়াছড়ি নেটপাড়ায়
FacebookWhatsAppEmailShare
ফেক নিউজ চিহ্নিত করতে ছাত্রছাত্রীদের ট্রেনিং
FacebookWhatsAppEmailShare