কলকাতা বিভাগে ফিরে যান

১৫ আগস্ট উপলক্ষে কলকাতায় যান চলাচল নিয়ন্ত্রণ

আগস্ট 10, 2023 | < 1 min read

স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

সূত্রের খবর, আগামী ১১ অগাস্ট থেকেই স্বাধীনতা দিবসের প্যারেডের মহড়ার জন্য ভোর ৫টা থেকে ১২টা পর্যন্ত নিয়ন্ত্রণ করা হবে যান চলাচল। আগামী ১৩ অগাস্ট পর্যন্ত চলবে এই যান চলাচল নিয়ন্ত্রণ।

দেখে নিন কোন কোন রাস্তায় নিয়ন্ত্রিত হবে যান চলাচল:

  • রেড রোড সংলগ্ন এলাকাতে এই সময়ের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
  • ভোর ৫টা থেকে ১২টা পর্যন্ত খিদিরপুর রোডের উত্তর অংশ ফার্লং গেট থেকে রেড রোড পর্যন্ত রাস্তা বন্ধ থাকবে।
  • লাভার্স লেনমুখী গাড়িগুলিকে শুধুমাত্র পশ্চিম দিকে যেতে দেওয়া হবে। অর্থাৎ খিদিরপুর রোড থেকে লাভার্স লেন এবং খিদিরপুর রোড ক্রসিংয়ের দিকে শুধু গাড়ি যেতে দেওয়া হবে।

১৪ অগাস্ট: রাত ১০টা থেকে রেড রোডে বন্ধ থাকবে যান চলাচল।
১৪ অগাস্ট সকাল ৮টা থেকে মেয়ো রোড বন্ধ থাকবে। প্যারেড শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে এই রাস্তা।

শুধুমাত্র প্যারেডের জন্য অনুমতিপ্রাপ্ত বিশেষ স্টিকার লাগানো গাড়িগুলি অনুমতি পাবে। শুধুমাত্র WBTC-র বাসকে ডিপোতে যাওয়ার অনুমত দেওয়া হবে।

১৫ অগাস্ট: সকাল ৬টা থেকে প্যারেড শেষ না হওয়া পর্যন্ত এই রাস্তাগুলি বন্ধ থাকবে। হেস্টিংস ক্রসিং থেকে খিদিরপুর রোড- জেঅ্যান্ড এন আইসল্যান্ড-এ নিয়ন্ত্রিত হবে যান চলাচল। আউট্রাম রোড, এসপ্ল্যানেড র‌্যাম্প, আরআর অ্যাভিনিউতে নিয়ন্ত্রিত হবে যান চলাচল।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে এখনই কড়া পদক্ষেপ নয়, নির্দেশ কলকাতা হাইকোর্টের
FacebookWhatsAppEmailShare
২৬ হাজার চাকরি বাতিলে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি পশ্চিমবঙ্গ-সহ আরও ৮ রাজ্যে
FacebookWhatsAppEmailShare