এখন খবরে বিভাগে ফিরে যান

প্রকাশিত হল আইসিএসইর রেজাল্ট

মে 14, 2023 | < 1 min read

প্রকাশিত হল আইসিএসই (দশম) এবং আইএসসি-র (দ্বাদশ) শ্রেণীর ফলাফল।
আইসিএসই বোর্ডের এই পরীক্ষায় বাংলার জয়জয়কার। আইসিএসই এবং আইএসসি দুই শ্রেণির পরীক্ষাতেই প্রথম স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গ থেকে।

আইসিএসই দশম শ্রেণির পরীক্ষায় গোটা দেশে প্রথম স্থানে রয়েছে ৯ জন পড়ুয়া। এর মধ্যে বাংলা থেকে রয়েছে বর্ধমানের সেন্ট জেভিয়ার্স স্কুলের ছাত্র সম্বিত মুখোপাধ্যায় । তার প্রাপ্ত নম্বর ৯৯.৮ শতাংশ। আইএসসি দ্বাদশের পরীক্ষায় দেশের মধ্যে প্রথম কলকাতার ময়না গুপ্তা।

সিআইএসসিই-র ওয়েবসাইট https://cisce.org অথবা https://results.cisce.org থেকে ফল জানতে পারবে পরীক্ষার্থীরা।

তা ছাড়া সিআইএসসিই-র ‘কেরিয়ার্স’ পোর্টালেও ফল জানা যাবে। ফলাফল সংক্রান্ত যে কোনও তথ্য জানার জন্যে সিআইএসসিই-র হেল্পলাইন নম্বরেও (১৮০০২০৩২৪১৪) যোগাযোগ করতে পারবে স্কুলগুলি। পাশাপাশি ইমেল করা যাবে [email protected]তে।

সিআইএসসিই-র ওয়েবসাইট থেকে ফল জানতে আইসিএসই/আইএসসি অপশনে ক্লিক করতে হবে। এর পর ‘রেজাল্ট’ অপশনে গিয়ে ‘ইউনিক আইডি’ এবং ‘ইনডেক্স নম্বর’ দিতে হবে

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল
FacebookWhatsAppEmailShare
‘প্রয়াত’ নোট নিয়ে মিমের ছড়াছড়ি নেটপাড়ায়
FacebookWhatsAppEmailShare
ফেক নিউজ চিহ্নিত করতে ছাত্রছাত্রীদের ট্রেনিং
FacebookWhatsAppEmailShare