বাংলা বিভাগে ফিরে যান

ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ‘কুকথা’, দিলীপ ঘোষ ও অভিজিৎ গাঙ্গুলির পর এবার বেলাগাম অসীম সরকার

মার্চ 28, 2024 | < 1 min read

দিলীপ ঘোষ ও অভিজিৎ গাঙ্গুলির পর এবার অসীম সরকার। ফের মুখ্যমন্ত্রীকে কুকথা বিজেপি প্রার্থীর। পাড়ার এক ‘অন্ধ’ গায়কের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করলেন তিনি।

কালনায় সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অন্ধ রতন কানার সঙ্গে তুলনা করেন অসীম সরকার। উনি কটাক্ষ করে বলেছেন “মোদীজির উন্নয়ন এরা গ্রহণ করতে চায় না। যেগুলো নেয় সেগুলো নিজের নামে স্টিকার লাগিয়ে দেয়। নিজেদের নামে সেই সব প্রকল্প চালানো হয় এখানে। আমার একটা ছোট্ট গল্প মনে পড়ে গেল। পাগল বিজয় সরকারের একটা বিখ্যাত গান আছে – ‘পোষা পাখি উড়ে যাবে সজনী এতদিন ভাবি নাই মনে’।

শুনেছেন আপনারা গানটা। ওই গানটাই পাগল বিজয় সরকারের গ্রামের রতন কানা খুব ভালো গাইত। বিজয় সরকারের সেই গান থেকে তাঁর নাম তুলে দিয়ে রতন কানা নিজের নাম বসিয়ে দেয়। দিদির অবস্থাও তাই। আমার মোদিজী এত বড় মাপের তো। সারা বিশ্বের প্রিয়। উনি যত প্রকল্প পাঠান ওঁর নামটা বলতে মুখ্যমন্ত্রীর লজ্জা করে। তাই নিজের নামটা ঢুকিয়ে দেন। এই জন্যই বলছি ওই রতন কানাও যা, মাননীয় মুখ্যমন্ত্রীও তাই।”

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মালদায় এসে “গ্যারেন্টি” উধাও মোদির
FacebookWhatsAppEmailShare
রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare
সন্দেশখালিতে সিবিআইয়ের অভিযান নিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের
FacebookWhatsAppEmailShare