খাওয়া দাওয়া বিভাগে ফিরে যান

ভাইফোঁটার আগে কলকাতায় সস্তায় ভালো মিষ্টি! কোথায়?

নভেম্বর 13, 2023 | < 1 min read

ভাইফোঁটার দিন বা তার আগেরদিন কলকাতার শহরে মিষ্টি খুঁজে পাওয়া মানে সোনার খনি খুঁজে পাওয়ার যোগাড়। তার সঙ্গে যুক্ত হয় দাম, যাতে পকেট পুড়ে যায় জনসাধারণের। তাই খোঁজ রইলো এমন কিছু মিষ্টান্ন প্রতিষ্ঠানের যারা কম দামে ভালো মিষ্টি দেবে ভাইফোঁটার আগে।

গৌরী বাড়ি এবং শ্যামবাজারের মাঝামাঝি জায়গায় অবস্থিত ঢাকাই সুইটস। ১০ টাকা থেকে শুরু করে ২৫ টাকার মধ্যে রয়েছে দারুন সব মিষ্টি। একই তল্লাটে শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে বিধান সরণি ধরে কিছুটা এগোলেই বাঁ হাতে চোখে পড়বে বিষ্ণু ভোগ, যেখানে ১০ টাকা থেকে ১২ টাকার মধ্যে পাবেন ভালো মিষ্টান্ন।

শ্যামবাজার থেকে মোহনলাল স্ট্রিটে ঢুকে খানিকটা এগোলেই বাঁ হাতে সোলাঙ্কি সুইটস। এই দোকানে মিষ্টির দাম শুরু মাত্র ৫ টাকা থেকে রয়েছে ১৫, ২০ টাকা অবধি মিষ্টি। এয়ারপোর্টের কাছে ল্যাংচা বাজারের ল্যাংচা পাবেন কম দামেই।

দমদম নাগেরবাজার অঞ্চলের নিউ বাসন্তী সুইটস, লেক মার্কেটের ভারত মিষ্টান্ন ভান্ডার, চন্দ্রনাথ সুইটস, ট্রায়াঙ্গুলার পার্কের কেসি মাইতি এবং দেশপ্রিয় পার্কের গণেশের মিষ্টিও “দামে কম, মানে ভালো”।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৫২৭ টি ভারতীয় খাবারে ক্যানসারের ‘বিষ’ এথিলিন অক্সাইড
FacebookWhatsAppEmailShare
২০২৩-এ কলকাতার সেরা খাবার
FacebookWhatsAppEmailShare
ভাইফোঁটার আহার কলকাতার রেস্তোরাঁগুলিতে
FacebookWhatsAppEmailShare