খাওয়া দাওয়া বিভাগে ফিরে যান

ভাইফোঁটার আহার কলকাতার রেস্তোরাঁগুলিতে

নভেম্বর 13, 2023 | < 1 min read

দুর্গাপুজো শেষ হতে না হতেই লক্ষ্মীপুজো, তারপর কালীপুজো – দীপাবলি, এবং তারপরেই ভাইফোঁটা। ভাইফোঁটা মানেই খাওয়াদাওয়া। তা সেই খাওয়া যদি হয় কলকাতার কোনো ভালো রেস্তোঁরায়, তাহলে মন্দ হয়না।

• আমিনিয়ার বিরিয়ানি কলকাতার হট ফেভারিট। তার সঙ্গে চাপ, কাবাব আর শেষপাতে ফিরনি থাকলে তো কথাই নেই। গোলপার্ক, ধর্মতলা – যেখানে হোক চলে যেতে পারেন। দুজনের খরচ ৮০০-১০০০ টাকা।

• যদি বাঙালি খানা খেতে ইচ্ছে হয়, তাহলে চলে যেতে পারেন পিয়ারলেস ইনের আহেলিতে। গরম ভাতের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারি, মটন কষা, ইলিশ, চিতল দিয়ে জমিয়ে সারুন ভাইফোঁটার খাওয়া।

• হ্যাপি আওয়ার পেতে চলে যান দেশি লেনে। বিয়ার, হুইস্কি, রামে জমে যাবে ভাইফোঁটা।

• বন্ধুদের নিয়ে বসে গল্প করতে ঢুঁ মারুন ডবল ডাউন ব্রিউ পাব অ্যান্ড ক্যাফেতে। গড়িয়াহাটের কাছে এই ক্যাফেতে পাবেন পানীয়, সঙ্গে মুখরোচক খাবার।

• পার্ক স্ট্রিটের এলএমএনওকিউ এখন মানুষের ভীষণ পছন্দের। তা ছাড়াও এই তল্লাটে পাবেন বিরাট কোহলির রেস্তোরাঁ ওয়ান৮ কমিউন, কার্পে ডিয়েম, টুং ফং, পিটার ক্যাট, মোক্যাম্বো, ডন জিওভানিস্, পিটার হু।

• এছাড়াও সল্টলেক সেক্টর ৫ আর যোধপুর পার্কের হাজারো ক্যাফেতে করতে পারেন রসনাতৃপ্তি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

২০২৩-এ কলকাতার সেরা খাবার
FacebookWhatsAppEmailShare
ভাইফোঁটার আগে কলকাতায় সস্তায় ভালো মিষ্টি! কোথায়?
FacebookWhatsAppEmailShare
কফি হাউসের সেই আড্ডাটা এবার দিঘায়
FacebookWhatsAppEmailShare