কলকাতা বিভাগে ফিরে যান

সাত দিনে ১০ লক্ষ পাঠক বইমেলায়

জানুয়ারি 26, 2024 | < 1 min read


সাত দিনে কলকাতা বইমেলায় হাজির ছিলেন প্রায় ১০ লক্ষ পাঠক। আরও পাঁচ দিন চলবে। তার মধ্যে রয়েছে তিনটি ছুটির দিন। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড বলছে শেষ সাতদিন প্রতিবারই ভীষণ ভিড় হয়।

এবারও তার ব্যতিক্রম হবে না। ১০ লক্ষ পাঠকের ভিড় নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছে বিধাননগর কমিশনারেট।গিল্ড এর তরফ থেকে জানা গিয়েছে, গত এক সপ্তাহের মধ্যে প্রথম শনিবার প্রায় দু’লক্ষ পাঠক এসেছিলেন। রবিবার এসেছিলেন প্রায় তিন লক্ষ।

২৩ জানুয়ারি এসেছিলেন প্রায় দু’লক্ষ। পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেছেন, ‘আমাদের হিসেবে দেখা গিয়েছে, ১৮ থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত সাড়ে ন’লক্ষেরও বেশি মানুষ এসেছেন। গতবারের ভিড়কে হারিয়ে রেকর্ড গড়বে ৪৭তম কলকাতা বইমেলা।’

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি পশ্চিমবঙ্গ-সহ আরও ৮ রাজ্যে
FacebookWhatsAppEmailShare
মুম্বাইয়ের সন্ত্রাসবাদীর নিশানায় অভিষেক!
FacebookWhatsAppEmailShare
ফের ভারতসেরা যাদবপুর বিশ্ববিদ্যালয়
FacebookWhatsAppEmailShare