আপনি জানেন কি বিভাগে ফিরে যান

কেন ক্রিসমাস ‘বড়দিন’

ডিসেম্বর 25, 2023 | < 1 min read

ক্রিসমাসকে বড়দিন নামেই চেনেন বেশিরভাগ। কিন্তু কেন এই দিন বড়দিন হল তা অনেকের অজানা। তবে কী এই দিনে সূর্য সবচেয়ে দেরিতে ডোবে? শীতের অন্যান্য দিনের মতোই স্বাভাবিক হারে প্রাকৃতিক নিয়মেই সূর্য ডোবে এদিন।

‘বড়দিন’ বলতে বিশেষ দিন বা ইংরেজিতে বলেতে গেলে ‘দি গ্রেট ডে’।‘গ্রেট ডে’ হিসাবেই ২৫ ডিসেম্বরকে বড়দিন বলা হয়। যিশুর জন্মদিনটা খ্রীষ্টধর্মীয়দের কাছে শ্রেষ্ঠ দিন হিসাবে বিবেচিত তাই এদিনকে বড়দিন বলা হয়।

তবে কেন ক্রিসমাসকে ‘বড়দিন’ বলা হয় ভারতে? ইতিহাস ঘাঁটলে জানা যায়, ইংরেজ শাসনকালে ব্রিটিশরা এইদিনকে বিশেষ বোঝানোর জন্য একে হিন্দিতে ‘বড়া দিন’ বলতো। ভারতীয়রাও যাতে এই দিনকে গুরুত্ব দেয় এবং বিশেষ দিন হিসাবে ধরে তাই ভারতীয় ভাষাতেই এই উৎসবকে ‘বড়া দিন’ বলা হতো। সেই বড়াদিনই বদলে গিয়েছে বড়দিন-এ। তাই সূর্য ডোবার নিরিখে নয়, গুরুত্বের নিরিখেই এদিনকে বড়দিন বলা হয়।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সরস্বতী পূজার পরে গোটা সেদ্ধ কেন খাওয়া হয়?
FacebookWhatsAppEmailShare
সরস্বতী পূজার আগে কেন কুল খাওয়া যায় না?
FacebookWhatsAppEmailShare
১৫ অগাস্ট ও ২৬ জানুয়ারির পতাকা উত্তোলনে কী ফারাক?
FacebookWhatsAppEmailShare