স্বাস্থ্য বিভাগে ফিরে যান

সবথেকে দ্রুত ছড়িয়ে পড়বে করোনার মিউটেন্ট XE, সতর্ক করলো WHO

এপ্রিল 4, 2022 | < 1 min read

আপাতদৃষ্টিতে সবটাই স্বাভাবিক। ভারতে কমে গিয়েছে করোনার সংক্রমণ। এমনকী আমাদের রাজ্যের অবস্থাও বেশ ভালো। তবে করোনা মহামারী কিন্তু এখনও শেষ হয়ে যায়নি। এক্ষেত্রে এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশে বেড়েছে সংক্রমণ। এবারে এই চলতি ঢেউয়ের পিছনে ওমিক্রনের বিএ.২ রয়েছে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

করোনার এই ভ্যারিয়েন্ট এর নাম হল এক্সই (XE)। ওমিক্রনের BA.2 সাবভ্যারিয়েন্টের তুলনায় প্রায় ১০ গুণ গতিতে ছড়িয়ে পড়তে পারে এই ভাইরাস। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানুষকে সচেতন করে বলেছে যে এই মুহূর্তে কমছে না করোনার আশঙ্কা। বরং আগামী দিনে আরও ঘাতক সব করোনার ভ্য়ারিয়েন্ট সামনে আসতে পারে।

করোনার এই ভ্যারিয়েন্ট হল হাইব্রিড ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টটি আসল ওমিক্রন, অর্থাৎ বিএ.১ (BA.1) এবং ওমিক্রনের উপপ্রজাতি বিএ.২ (BA.2) যুক্ত হয়ে তৈরি হয়েছে। এখনও পর্যন্ত খুব কম জায়গাতেই এই ভাইরাস মিলেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ১৯ জানুয়ারি ব্রিটেনে প্রথম পাওয়া গিয়েছে এক্সই। তবে এখনও পর্যন্ত এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬০০- ছাড়ায়নি।

এর থেকে বাঁচার মোট ৫টি উপায় –

১. নজরদারি, ল্যাবরেটরি ও পাবলিক হেলথ ইনটেলিজেন্স বাড়াতে হবে।

২. টিকাকরণ বাড়াতে হবে। সার্বজনিক স্বাস্থ্য ব্যবস্থা ভালো রাখতে হবে।

৩. ক্লিনিক্যাল কেয়ার হেলথ সিস্টেম আরও মজবুত করতে হবে।

৪. গবেষণা বাড়াতে হবে। পাশাপাশি চিকিৎসার সরঞ্জাম পৌঁছে দিতে হবে।

৫. লংটার্ম টার্ম রেসপিরেটরি ডিজিজ ম্যানেজমেন্ট-এর বিষয়টি আরও জোরদার করতে হবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে বাজার থেকে করোনা টিকা তুলে নিচ্ছে অ্যাস্ট্রাজেনেকা
FacebookWhatsAppEmailShare
কোভিশিল্ড বিতর্কের পর ভ্যাকসিন সার্টিফিকেট থেকে উধাও মোদী
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রের বঞ্চনায় বিপদে বাংলার ১ লক্ষ টিবি আক্রান্ত
FacebookWhatsAppEmailShare