বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ফিরে যান

আবার টুইটারের ডানা ছাঁটতে উদ্যত মাস্ক

জুলাই 2, 2023 | < 1 min read

Image Courtesy : slate.com

নীল পাখিটা বিক্রি হবার পর থেকে দুদণ্ড শান্তি পায়নি। খামখেয়ালি ধনকুবের ইলন মাস্ক কখনো করেছেন কর্মী ছাঁটাই, কখনো কেড়ে নিয়েছেন ব্লু-টিক। এ বার থেকে আর অসংখ্য টুইট পড়তে পারবেন না টুইটার ব্যবহারকারীরা। নির্দিষ্ট সংখ্যায় বেঁধে ফেলা হবে প্রতিদিন টুইট পড়ার সংখ্যা। আমেরিকার এই শিল্পপতির মতে, টুইটারের তথ্যের অপব্যবহার রুখতে এই পদক্ষেপ করতে চলেছে তাঁর সংস্থা।

টুইটারের এই সিদ্ধান্তের ফলে ‘ভেরিফায়েড অ্যাকাউন্ট’ ব্যবহারকারীরা দিনে ৬,০০০টি পোস্ট পড়তে পারবেন। ‘আনভেরিফায়েড অ্যাকাউন্ট’ থেকে দিনে ৬০০টি পোস্ট পড়া যাবে। নতুন যাঁরা টুইটারে অ্যাকাউন্ট খুলেছেন, তারা দিনে ৩০০টি পোস্ট পড়তে পারবেন। পরে সান্তনা দিতে মাস্ক জানান, শীঘ্রই এই সংখ্যাটা যথাক্রমে ৮০০০, ৮০০ এবং ৪০০ করা হবে।

এর আগে টুইটার জানিয়েছিল, অ্যাকাউন্ট না থাকলে এ বার থেকে আর টুইট পড়তে পারবেন না কেউ। পরে অবশ্য এই সিদ্ধান্ত কে ‘সাময়িক জরুরি পদক্ষেপ’ বলে অভিহিত করেছিলেন মাস্ক।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ইন্টারনেট বন্ধে ফের শীর্ষে ভারত
FacebookWhatsAppEmailShare
অনলাইনে এসি ভাড়া নেওয়ার প্ল্যাটফর্ম
FacebookWhatsAppEmailShare
ফেসবুক কি ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা বিক্রি করছে?
FacebookWhatsAppEmailShare