বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগে ফিরে যান

আত্মপ্রকাশের কয়েক ঘন্টার মধ্যে ১ কোটির পরিবার Threads

জুলাই 6, 2023 | < 1 min read

ইলন মাস্কের ঘুম উড়িয়ে দিয়েছে টুইটারের নতুন প্রতিদ্বন্দ্বী Threads নামে এক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। বর্তমানে কমবেশি সকলেই সোশ্যাল মিডিয়ায় সরগড়। নতুন অ্যাপ্লিকেশন নিয়ে কৌতুহল থাকে সকলের মনেই। থ্রেডের ক্ষেত্রেও অন্যথা হয়নি তার।

ইলন মাস্কের অধিগ্রহনের পর টুইটার নিয়ে বিরক্ত ছিলেন অনেক User। মাস্কের তুঘলকি চাল সহ্য না করতে পেরে অনেকেই সুইচ করছেন ইনস্টাগ্রামের থ্রেডে। দেখে নিন কীভাবে অ্যাকাউন্ট করবেন থ্রেড-এ:

১. এই অ্যাপ ইনস্টাগ্রামের সঙ্গে কানেক্টেড। ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে ডাউনলোড করে নিতে হবে থ্রেড অ্যাপ।
২. থ্রেড অ্যাপটি ওপেন করে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে ক্লিক করলেই একটি পেজ খুলবে। সেখানে দিতে হবে আপনার নাম, বায়ো ও লিংক। ইনস্টাগ্রাম থেকেও ডিটেলস ইমপোর্ট করার অপশন বেছে নিতে পারেন এক্ষেত্রে।
৩.এরপর আসবে ‘কনটিনিউ’ অপশন।
৪. সিলেক্ট করতে হবে প্রোফাইলটি প্রাইভেট হবে নাকি পাবলিক হবে। বেছে নিতে হবে ফলোয়িংয়ের তালিকা ইনস্টাগ্রামের মতোই থাকবে নাকি কাউকে Follow বা Unfollow করা হবে।
৫. ব্যাস, এরপরই খুলে যাবে Threads অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট তৈরির পর আপনার ইনস্টাগ্রামে ঢুকলে প্রোফাইল ছবির নিচে দেখা যাবে Threads লোগো। সেখানে লোগোয় ক্লিক করলেই সরাসরি পৌঁছে যাবেন নতুন এই অ্যাপে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ইন্টারনেট বন্ধে ফের শীর্ষে ভারত
FacebookWhatsAppEmailShare
অনলাইনে এসি ভাড়া নেওয়ার প্ল্যাটফর্ম
FacebookWhatsAppEmailShare
ফেসবুক কি ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা বিক্রি করছে?
FacebookWhatsAppEmailShare