Ponjika

পঞ্জিকার ইতিহাস

এখনও অনেক বাঙালির দিন শুরু হয় পঞ্জিকা ধরে ও বছর শেষও হয় পঞ্জিকা ধরেই। নববর্ষের দিন পঞ্জিকা কেনার রীতি এখনও রয়েছে। বাংলায় প্রথম পঞ্জিকার প্রচলন করেছিলেন কৃষ্ণনগরের রঘুনন্দন। পরে নবদ্বীপের মহারাজা কৃষ্ণচন্দ্র রামচন্দ্র বিদ্যানিধিকে দায়িত্ব দিয়েছিলেন বাংলা পঞ্জিকা প্রকাশের। বাঙালির ঐতিহাসিক অভিধান’-এ বলা হয়েছে, বাংলা ক্যালেন্ডার মূলত তৈরি করা হয়েছিল সংস্কৃত জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গ্রন্থ ‘সূর্য