বাংলা বিভাগে ফিরে যান

রোজভ্যালির টাকা ফেরাতে চালু ওয়েবসাইট

মার্চ 28, 2024 | < 1 min read

চিটফান্ড সংস্থা রোজভ্যালির প্রতারিত আমানতকারীদের জন্য সুখবর। টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। সূত্রের খবর, সেই ওয়েবসাইটে আমানতকারীরা নিজেদের আমানতের নথি দিয়ে আবেদন করতে পারবে। সেই নথি যাচাই করে আমানতকারীদের প্রাপ্য হিসাব করা হবে এবং সেই অনুযায়ী টাকা ফেরত দেওয়া হবে। উল্লেখ্য, কলকাতা হাই কোর্টের বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই পদ্ধতিতে টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল।

হাই কোর্টের নির্দেশ মেনে এবার একটি ওয়েবসাইট খুলেছে ‘অ্যাসেটস ডিসপোজাল কমিটি’। ওয়েবসাইটটি হল www.rosevalleyadc.com

আমানতকারীরা টাকা ফেরতের মামলা করেছিলেন। টাকা ফেরতের জন্য বিচারপতি দিলীপ শেঠ কমিটি গঠন করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, তথ্য অনুসারে প্রায় ৬০ লক্ষ মানুষ টাকা জমা রেখেছিলেন রোজভ্যালিতে। বর্তমানে রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে যে অর্থ পাওয়া যাচ্ছে তা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা রাখা হচ্ছে। জমা অর্থের অঙ্ক প্রায় ৮০০ কোটি টাকা। সূত্রের খবর, এই টাকা থেকেই প্রতারিত আমানতকারীদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হবে। যারা অল্পসংখ্যক বিনিয়োগ করেছিলেন প্রথমে তাঁদের প্রাপ্য মেটানো হবে। কোনও আমানতকারী পুরো টাকাই ফেরত পাবেন এমন না-ও হতে পারে। কত টাকা আমানতের বিনিময়ে কত টাকা ফেরত পাবেন তা আগে হিসাব করবে কমিটি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মালদায় এসে “গ্যারেন্টি” উধাও মোদির
FacebookWhatsAppEmailShare
রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare
সন্দেশখালিতে সিবিআইয়ের অভিযান নিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের
FacebookWhatsAppEmailShare