খাওয়া দাওয়া বিভাগে ফিরে যান

এবার মহার্ঘ্য ডিম আর পাউরুটি

নভেম্বর 23, 2022 | < 1 min read

বড় থেকে ছোট আমাদের সকলেরই অধিকাংশ দিনের জলখাবার ডিম-পাউরুটি।

কারণ, এই ফাস্ট লাইফের যুগে চটজলদি এই ডিশ সুস্বাদু ও সহজলভ্য। 

কিন্তু এবার আকাশছোঁয়া দামি হয়ে উঠেছে এই ডিম আর পাউরুটি। 

পাউরুটির দাম প্যাকেট-প্রতি ১.৫ থেকে ৩ টাকা বেড়েছে। 

ময়দা এবং আটার প্রতি কেজিতে ১ থেকে ২ টাকা দাম বেড়ে যাওয়ার কারণেই এই দাম বৃদ্ধি। আর গত এক সপ্তাহে ডিমের দাম প্রতি পিস প্রায় ১ টাকা করে বেড়ে গেছে।

ব্যবসায়ীদের কথায়, আমদানি কম হওয়ার কারণেই এই মূল্যবৃদ্ধি। 

জনসাধারণের পকেটে টান পড়ায় বেচাকেনাও কম হচ্ছে দোকান-বাজারে।

তবে খেতে তো হবেই, তাই বেশি দাম দিয়েই কিনতে বাধ্য হচ্ছেন ক্রেতারা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

৫২৭ টি ভারতীয় খাবারে ক্যানসারের ‘বিষ’ এথিলিন অক্সাইড
FacebookWhatsAppEmailShare
২০২৩-এ কলকাতার সেরা খাবার
FacebookWhatsAppEmailShare
ভাইফোঁটার আগে কলকাতায় সস্তায় ভালো মিষ্টি! কোথায়?
FacebookWhatsAppEmailShare