বাংলা বিভাগে ফিরে যান

ভোট শতাংশের হার বৃদ্ধিতে কমিশনকে কটাক্ষ তৃণমূল সহ বিরোধীদের

মে 1, 2024 | < 1 min read

চলছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই দেশের দুই দফার নির্বাচন হয়ে গেছে। কিন্তু দ্বিতীয় দফার পরই নজরে এলো চাঞ্চল্যকর তথ্য।

সাধারণত সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়ায় একমাত্র নির্বাচন কমিশনই নিরপেক্ষ। কিন্তু এবার কমিশনের দেওয়া ভোট শতাংশের হিসেবেই পাওয়া যাচ্ছে গরমিল।

নিজের এক্স হ্যান্ডেলে এই অভিযোগ এনেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন। তিনি লিখেছেন, “দ্বিতীয় দফার ভোটের ৪ দিন পর ভোট শতাংশের চূড়ান্ত হিসেব প্রকাশ্যে এনেছে নির্বাচন কমিশন। সেখানে ভোট দানের হার ৫.৭৫ শতাংশ বেড়েছে। এটা কি স্বাভাবিক!”

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম দফায় ৬৬.১৪% এবং দ্বিতীয় দফায় ৬৬.৭১% ভোট পড়েছে। অথচ, দ্বিতীয় দফার ভোটের পর কমিশন জানিয়েছিল যে ভোট পড়েছে ৬০.৯৬%। প্রশ্ন এখানেই।

একই বিষয় নিয়ে অভিযোগ এনেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরিও। তিনি এবং ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক ডি দেবরাজন ইতিমধ্যেই চিঠি দিয়ে কমিশনের কাছে ব্যাখ্যা চেয়েছে। বিভিন্ন মহলেও এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।

তবে এতদিন পর কিভাবেই বা বাড়ল ভোট শতাংশের হার তা নিয়ে এখনও মুখ খোলেনি কমিশন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare