মণিপুরে বিজেপি নেতৃত্বাধীন সরকার থেকে সমর্থন প্রত্যাহার এনপিপির
নভেম্বর 18, 2024 2 min read
উত্তপ্ত রাজ্যকে কিছুতেই শান্ত করতে পারছেন না মুখ্যমন্ত্রী বীরেন সিং৷ এই অভিযোগকে সামনে রেখে বিজেপির সঙ্গে গড়া জোট সরকার থেকে সমর্থন তুলে নিল কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)৷ গত কয়েকদিন ধরে নতুন করে অশান্ত হয়ে উঠেছে উত্তর-পূর্ব ভারতের এই রাজ্যটি৷ এনপিপি সমর্থন প্রত্যাহার করলেও মণিপুরে বিজেপি সরকার পড়ে যাওয়ার মতো কোনও পরিস্থিতি এখনও তৈরি হয়নি, বলে দাবি রাজনৈতিক মহলের ৷ 60 সদস্যের মণিপুর বিধানসভায় এনপিপি’র সদস্য সংখ্যা মাত্র ৭৷
৩২টি আসন নিয়ে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা রয়েছে মণিপুর বিধানসভায় ৷ এছাড়া নাগা পিপল’স ফ্রন্ট (এনপিপি) এবং জেডি(ইউ) বিধায়করাও বিজেপির সঙ্গে রয়েছে৷রবিবার ভারতীয় জনতা পার্টির সভাপতি জেপি নাড্ডাকে একটি চিঠিতে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এনপিপি’র সভাপতি কনরাড সাংমা ৷ তিনি জানিয়েছে, মণিপুরের আইন ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে এনপিপি৷ গত কয়েকদিনে রাজ্যের পরিস্থিতির আরও অবনতি হয়েছে৷ বহু নিরপরাধ মানুষের মৃত্যু হয়েছে ৷ সাধারণ মানুষ ভয়াবহ যন্ত্রণার মধ্যে দিন কাটাচ্ছেন৷এই পরিস্থিতির জন্য এনপিপি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংকেই দায়ী করেছে ৷
সভাপতি তাঁর চিঠিতে জানান, “বীরেন সিংয়ের নেতৃত্বে পরিচালিত মণিপুর রাজ্য সরকার এই পরিস্থিতি সামলাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে ৷ স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারছেন না তিনি ৷ এই অবস্থায় এনপিপি বীরেন সিংয়ের সরকারের থেকে সমর্থন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ এই মুহূর্ত থেকেই তা কার্যকর হচ্ছে ৷”এনপিপির সাত বিধায়কের সমর্থন ছাড়াই বীরেন সরকার সংখ্যাগরিষ্ঠ। তবে এনপিপির সমর্থন প্রত্যাহারের সিদ্ধান্ত অবশ্যই বীরেন সরকার ও বিজেপির জন্য অস্বস্তিকর।
মণিপুর দাঙ্গা নিয়ে অবশেষে এনডিএ শরিক দল বিজেপির উপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল। ফলে আরও মান্যতা পেল বিরোধীদের সমালোচনা।এদিকে, রাজ্যে হিংসা অব্যাহত। রবিবারও বরাক নদী থেকে দুটি দেহ উদ্ধার করেছে পুলিশ। ক্ষুব্ধ জনতা আরও এক বিজেপি নেতার বাড়িতে হামলা চালায়। গত শনিবার মুখ্যমন্ত্রী বীরেন ছাড়াও রাজ্যের নয়জন বিধায়কের বাড়িতে হামলা হয়।
NewszNow
বাংলা থেকে নিরপেক্ষ সংবাদ | Unbiased news from Bengal
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রাত্য’র - NewszNow
ট্যাব সংক্রান্ত যাবতীয় তথ্য পড়ুয়া নিজেই পোর্টালে আপলোড করবে, ঘোষণা ব্রা...দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা - NewszNow
দীর্ঘ অপেক্ষার পর ফিরছে শান্তিনিকেতনের পৌষ মেলা NewszNow পার্বণ -কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার - NewszNow
কর্নাটকে বিজেপির ৫০ কোটি করে টোপ কংগ্রেস বিধায়কদের, অভিযোগ সিদ্দারামাইয়ার ...