দেশ বিভাগে ফিরে যান

লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল

সেপ্টেম্বর 20, 2023 | < 1 min read

২৭ বছর পর অবশেষে এল সেই ঐতিহাসিক মুহূর্ত। ৭ গোন্তা আলোচনার পর লোকসভায় পাশ হল মহিলা সংরক্ষণ বিল।

মহিলা সংরক্ষণ বিল কী?

এই বিলটি প্রথম সংসদে ১২ সেপ্টেম্বর ১৯৯৬-এ পেশ করা হয়েছিল। এতে লোকসভা ও রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ আসন সংরক্ষিত রাখার বিধান রয়েছে।

পরিসংখ্যান বলছে, বর্তমানে লোকসভায় ৭৮ জন মহিলা সাংসদ রয়েছেন, যা মোট সাংসদের মাত্র ১৪ শতাংশ। রাজ্যসভায় মাত্র ৩২ জন মহিলা সাংসদ রয়েছেন, যা রাজ্যসভার মোট সাংসদের ১১ শতাংশ।

এই বিল পাশ হলে লোকসভা এবং রাজ্য বিধানসভায় 33% আসন সংরক্ষিত থাকবে মহিলাদের জন্য। লোকসভায় মোট আসন সংখ্যা ৫৪৩। এই বিল পাশ হলে এর মধ্যে ১৮১টি আসন শুধুমাত্র মহিলাদের জন্য সংরক্ষিত রাখা হবে। রাজ্যসভার ক্ষেত্রেও একই হিসাব প্রযোজ্য।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘কমিশন-বিজেপির সেটিং হয়েছে, বললেন ডেরেক ও ব্রায়েন
FacebookWhatsAppEmailShare
আর জি কর কাণ্ডে কেন্দ্রকে দুষল সুপ্রিম কোর্ট
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রের ডাকে দিল্লিতে আলোচনায় বসবেন মণিপুরের মেইতেই, কুকি ও নাগা সদস্যেরা
FacebookWhatsAppEmailShare