আপনি জানেন কি বিভাগে ফিরে যান

মুদির দোকান থেকে মলম কোম্পানি

জুলাই 21, 2023 | < 1 min read

আমার আপনার চিরপরিচিত ভিকো। মুদির দোকান থেকে শুরু করে ভারত বিখ্যাত মলম কোম্পানির মালিক – কিভাবে তিনি এত পরিচিতি পেলেন?

ভিকোর মালিক পেনধারকর নিজের পরিবার চালানোর জন্য মহারাষ্ট্রের নাগপুরে একটি মুদির দোকান চালাতেন। কিন্তু আচমকাই একদিন পরিবারকে সঙ্গে নিয়ে মুম্বইতে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেখানে তিনি লক্ষ্য করেন যে মানুষেরা অ্যালোপ্যাথিক ওষুধ এবং বিদেশী প্রসাধনী পণ্যগুলি প্রচুর ব্যবহার করে।

এরপরই তিনি নিজস্ব ব্র্যান্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন, যা রাসায়নিক মুক্ত কসমেটিক্স ব্র্যান্ডের বিকল্প হবে। আয়ুর্বেদিক শাস্ত্র সম্পর্কে প্রচুর জ্ঞান অর্জন করেছিলেন পেনধারকর। ভিকো নামের অর্থ ‘বিষ্ণু ইন্ডাস্ট্রিয়াল কেমিক্যাল কোম্পানি’।

প্রথমে টুথ পাউডার, তারপর একে-একে সব। আর পেছন ফিরে তাকাতে হয়নি ভিকোকে। আজ, তৃতীয় প্রজন্মের উদ্যোক্তা এই কোম্পানি চালাচ্ছেন। গত অর্থবর্ষে তাদের আয়ের পরিমাণ প্রায় ৫০০ কোটি টাকা।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সরস্বতী পূজার পরে গোটা সেদ্ধ কেন খাওয়া হয়?
FacebookWhatsAppEmailShare
সরস্বতী পূজার আগে কেন কুল খাওয়া যায় না?
FacebookWhatsAppEmailShare
১৫ অগাস্ট ও ২৬ জানুয়ারির পতাকা উত্তোলনে কী ফারাক?
FacebookWhatsAppEmailShare