আপনি জানেন কি বিভাগে ফিরে যান

নতুন সংসদের ‘সেঙ্গল’-এর ইতিহাস কি?

মে 27, 2023 | < 1 min read

সেঙ্গল। সেপটার। রাজদণ্ড। নতুন সংসদ ভবনের উদ্বোধনে স্থাপনা করা করা এই সেঙ্গলের, যা পুনরুজ্জীবিত করবে এক পুরনো ঐতিহ্যকে, যা দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে সম্পর্কিত, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

কিন্তু কি এই সেঙ্গল? ভারতের স্বাধীনতার সময়, প্রধানমন্ত্রী নেহরুকে ক্ষমতা হস্তান্তর নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে এর জন্য কী আয়োজন করা উচিত। এর পরে তিনি তার সহকর্মীদের সঙ্গে কথা বলেন এবং সি গোপালচারীর পরামর্শ নেওয়া হয়। এর পরে সেঙ্গলকে চিহ্নিত করা হয়েছিল এবং তামিলনাড়ু থেকে তা আনা হয়েছিল। এরপর পন্ডিত নেহেরু ক্ষমতা হস্তান্তরের জন্য ব্রিটিশদের কাছ থেকে সেঙ্গল (রাজদণ্ড) গ্রহণ করেন। এতদিন প্রয়াগরাজ জাদুঘরে পড়ে ছিল এটি।

সেঙ্গল সুষ্ঠ ও ন্যায়সঙ্গত শাসনের প্রতীক। চোল রাজারা এটি সঙ্গে রাখতেন। আগামী রবিবার, সংসদ ভবন উদ্বোধনের দিন তামিলনাড়ুর পুরোহিতরা এটি তুলে দেবেন মোদির হাতে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সরস্বতী পূজার পরে গোটা সেদ্ধ কেন খাওয়া হয়?
FacebookWhatsAppEmailShare
সরস্বতী পূজার আগে কেন কুল খাওয়া যায় না?
FacebookWhatsAppEmailShare
১৫ অগাস্ট ও ২৬ জানুয়ারির পতাকা উত্তোলনে কী ফারাক?
FacebookWhatsAppEmailShare