দেশ বিভাগে ফিরে যান

মোদি জমানায় আর্থিক বৈষম্য ব্রিটিশ রাজকালের থেকেও খারাপ

এপ্রিল 12, 2024 | < 1 min read

ভারতে ধনী-দরিদ্রের মধ্যে আয় এবং সম্পদের ব্যবধান মোদি জমানায় হয়েছে আকাশছোঁয়া। ওয়ার্ল্ড ইনইক্যুয়ালিটি ল্যাবের তরফে প্রকাশিত সমীক্ষা ‘ইনকাম অ্যান্ড ওয়েলথ ইনইক্যুয়ালিটি ইন ইন্ডিয়া ১৯৯২-২০২৩’-এ অন্তত এমনটাই দাবি করা হয়েছে।

রিপোর্টে বলা হচ্ছে, ২০২২-২৩ অর্থবর্ষে দেশের ধনীতম ১% ধনকুবেরের হাতে জাতীয় আয়ের ২২.৬% রয়েছে। ১৯২২ সালের পর যে স্তরে তা কখনও পৌঁছয়নি। ইন্টার-ওয়ার কলোনিয়াল পিরিয়ডের থেকেও এই অঙ্ক বেশি।

সমীক্ষার পরিসংখ্যান জানাচ্ছে যে আয়ের ভিত্তিতে বটম-হাফে থাকা দেশের ৯০% মানুষ একযোগে যেখানে কোনওমতে দেশের গড় আয়ের সমান আয়ের সংস্থান করে উঠেছেন ২০২২-২৩ সালে, সেখানে ধনীতম ০.০০১% দেশবাসীর আয় ছিল এঁদের গড় আয়ের ২০৬৪.৬ গুণ।

আয়ের পাশাপাশি হাতে থাকা সম্পদের ক্ষেত্রেও বিরাট ফারাক রয়ে গিয়েছে দেশবাসীর মধ্যে। ২০২৩-এর শেষে দেশের সেরা ১% ধনকুবের যেখানে জাতীয় সম্পদের ৪০.১%-এর অধিকারী, সেখানে নীচের দিকে থাকা ৫০% দেশবাসীর হাতে রয়েছে মাত্র ৬.৪%।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সোশ্যাল মিডিয়া ব্যবহারে রাজনৈতিক দলগুলির জন্য নির্দেশনামা কমিশনের!
FacebookWhatsAppEmailShare
পিছিয়ে গেলো কমিশন-ইন্ডিয়া জোটের বৈঠক
FacebookWhatsAppEmailShare
মোদিই দেশের বোঝা বললেন প্রাক্তন সিবিআই কর্তা
FacebookWhatsAppEmailShare