দেশ বিভাগে ফিরে যান

সুপ্রিম শুনানির পরেও নির্বাচনী বন্ড ছাপানো চালু রেখেছিলো বিজেপি

মার্চ 21, 2024 | < 1 min read

ভোটের আগে নির্বাচনী বন্ডে স্থগিতাদেশ সব রাজনৈতিক দলেরই মাথা ব্যাথার কারণ। কিন্তু সবচেয়ে বেশি সমস্যায় গেরুয়া শিবির।

তথ্য অধিকার আইনে স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, ২০২৪-এ স্টেট ব্যাঙ্ক নাসিকের সরকারি ছাপাখানা ইন্ডিয়া সিকিউরিটি প্রেস থেকে ৮,৩৫০টি নির্বাচনী বন্ড ছাপিয়েছিল। যার প্রতিটির মূল্য ছিল ১ কোটি টাকা।

উল্লেখ্য ২০২৩ সালের নভেম্বরে নির্বাচনী বন্ড সংক্রান্ত মামলার রায় ঘোষণা স্থগিত করেছিল সুপ্রিম কোর্ট। আর এবছরের ১৫ ফেব্রুয়ারি কেন্দ্রের ওই প্রকল্পকে ‘অসাংবিধানিক’ বলে বাতিল করে দেয় শীর্ষ আদালতের সাংবিধানিক বেঞ্চ। তাহলে প্রশ্ন উঠেছে এসব সত্ত্বেও কেন নির্বাচনী বন্ড ছাপানো হয়েছিল। তাহলে কি মোদী সরকার আশাই করেনি যে নির্বাচনী বন্ড ব্যবস্থা অসাংবিধানিক বলতে পারে শীর্ষ আদালত।

আদালতের নির্দেশে স্টেট ব্যাঙ্ক এক দফা তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যাচ্ছে, বন্ডের মাধ্যমে মোট ১৬,৫১৮ কোটি টাকা চাঁদার মধ্যে বিজেপি একাই অর্ধেক টাকা পেয়েছে, যার পরিমাণ প্রায় ৮,২৫০ কোটি টাকা। আদালতের নির্দেশ অনুযায়ী আজ স্টেট ব্যাঙ্ককে প্রতিটি বন্ডকে চিহ্নিত করার সংখ্যা প্রকাশ করতে হবে। যার ফলে কোন শিল্প সংস্থা বিজেপি ও অন্যান্য রাজনৈতিক দলকে কত টাকা দিয়েছে, তা জানা যাবে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

আরও একবার ভাঙা হল বিদ্যাসাগরের মূর্তি,এবার বিজেপি শাসিত ত্রিপুরায়
FacebookWhatsAppEmailShare
কেন্দ্রীয় সরকারের কঠোর নিয়ম, শর্ত না মানলে ছাড়তে হবে রেশন কার্ড
FacebookWhatsAppEmailShare
এবার বিরাট-বাবর, বুমরাহ-শাহীন শাহ আফ্রিদি এক টিমে খেলবেন
FacebookWhatsAppEmailShare