বাংলা বিভাগে ফিরে যান

প্রাসঙ্গিকতা ফিরে পেতে দলে শুভেন্দুর তল্পিবাহকতা দিলীপের?

মে 4, 2024 | < 1 min read

ভোট প্রচারে বেরিয়ে নিত্যদিনই বিরোধীদের নিশানা করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সম্প্রতি সেই দিলীপকেই জনপ্রিয় একটি সংবাদমাধ্যমে স্বমেজাজে দেখা গেল। বিজেপির প্রাক্তণ রাজ্য সভাপতিকে দলের মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে প্রশ্ন করা হয়েছিল।

সম্প্রতি একটি বাংলা সংবাদমাধ্যমে এসে স্বমেজাজেই ধরা দিলেন বিদায়ী সাংসদ। সেখানে উঠে আসে রাজ্য রাজনীতির একাধিক প্রশ্ন। শুভেন্দু অধিকারী রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রীর মুখ কি না, সেই প্রশ্নও ধেয়ে আসে তাঁর দিকে।

দিলীপ ঘোষ রাকঢাক না করেই শুভেন্দুর পক্ষে সওয়াল করেন। যা একজন দীর্ঘদিনের আরএসএস কর্মীর পক্ষ থেকে শোনা দুষ্কর। এতেই উঠছে প্রশ্ন, তাহলে কি শেষে অধিকারীর তল্পীবাহকতা করতে শুরু করলেন দিলীপ?

দিলীপের সঙ্গে শুভেন্দুর, শুভেন্দুর সঙ্গে সুকান্তর, সুকান্তর সঙ্গে দিলীপের, সবার সঙ্গে রাহুল সিনহার দ্বন্দ্বে বরাবরই জর্জরিত বিজেপি। এর মধ্যে দিলীপের এই মন্তব্য তাৎপর্যপূর্ণ।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare