দেশ বিভাগে ফিরে যান

মণিপুরে বিতর্কিত আফস্পার মেয়াদ বাড়াল কেন্দ্র

অক্টোবর 1, 2024 | < 1 min read

কেন্দ্রীয় সরকার সোমবার মণিপুরে সশস্ত্র বাহিনী (বিশেষ ক্ষমতা) আইন প্রয়োগের মেয়াদ আরও ছয় মাসের জন্য বাড়িয়েছে। তবে, ইম্ফল উপত্যকার অধীনস্থ ১৯টি থানা এলাকা এবং আসামের সীমান্তবর্তী একটি এলাকাকে এর বাইরে রাখা হয়েছে। রাজ্য সরকারের স্বরাষ্ট্র বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে যে এই বর্ধিতকরণ ১ অক্টোবর থেকে কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশ্লেষণ করার পরে, রাজ্য সরকার অভিমত দিয়েছে যে নিরাপত্তা সংস্থাগুলি আইনশৃঙ্খলা রক্ষায় ব্যস্ত থাকায় তৃণমূল পর্যায়ে বিস্তারিত মূল্যায়ন করা উপযুক্ত নয়।

কমিশনার (হোম) এন অশোক কুমারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি অনুসারে, মণিপুরের গভর্নর ১৯টি থানা এলাকায় পড়ে থাকা এলাকাগুলি ব্যতীত সমগ্র মণিপুরকে ১ অক্টোবর থেকে ছয় মাসের জন্য অশান্ত এলাকা হিসাবে ঘোষণা করার অনুমোদন দেন।উল্লেখ্য, স্থানীয়দের বিক্ষোভ, বিরোধীদের কটাক্ষ উড়িয়ে গত বৃহস্পতিবার নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশের বেশ কয়েকটি জেলায় আফস্পার মেয়াদ বাড়িয়েছিল কেন্দ্র। নাগাল্যান্ডের আট জেলা ডিমাপুর, নিউল্যান্ড, চুমুউকেডিমা, মন, খিপিরে, নোকলাক, ফেক এবং পেরেনে বলবৎ এই আইন। অন্য পাঁচ জেলার ২২টি থানা এলাকাকে উপদ্রুত এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে অরুণাচল প্রদেশের ৩ জেলাতেও আফস্পার মেয়াদ বাড়ানো হয়েছে।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

‘সব জরুরি কাজই করবেন জুনিয়র ডাক্তারেরা’, মন্তব্য প্রধান বিচারপতির
FacebookWhatsAppEmailShare
‘রাজনীতি থেকে দেবতাদের দূরে রাখুন,’তিরুপতির লাড্ডু নিয়ে নাইডুকে তিরস্কার সুপ্রিম কোর্টের
FacebookWhatsAppEmailShare
যোগীরাজ্যে পাঁচ বছর বয়সি নাবালককে গণধর্ষণ, ভিডিও রেকর্ড করে ছড়িয়েও দিল সমাজমাধ্যমে
FacebookWhatsAppEmailShare