বাংলা বিভাগে ফিরে যান

বীরভূমে প্রচার করতে হবে কার হয়ে, সেই বিষয়ে বিভ্রান্ত বিজেপির কর্মীরা

মে 1, 2024 | < 1 min read

শেষ মুহূর্তে দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হওয়ার পরে বীরভূম জেলায় বিজেপির ‘ছন্নছাড়া’ অবস্থা। নতুন প্রার্থী দেবতনুর নামে দেওয়াল লিখন এখনও শুরু হয়নি বললেই চলে। এখনও বীরভূম লোকসভা কেন্দ্রের বিভিন্ন দেওয়ালে দেওয়ালে লেখা আছে পুরনো প্রার্থী দেবাশিসের নাম।

দেবাশিস ধর আবার মনোনয়ন বাতিলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ। সে মামলার ফল কী হবে, তা নিয়ে সংশয়ে সবাই। সব মিলিয়ে জেলার বিজেপি কর্মীরা বিভ্রান্ত। কে চূড়ান্ত প্রার্থী, বুঝতে পারছেন না তাঁরা।এই বিষয়ে বিজেপির ওবিসি মোর্চার জেলা সভাপতি সন্তোষ ভান্ডারি বলেছেন, ‘‘জেলা থেকে কোনও নির্দেশ আসেনি। আদালতের কোনও নির্দেশ হয়নি।

এ দিকে, এলাকায় প্রচার চলছে নতুন প্রার্থীর। কিন্তু দেওয়ালে দেবাশিসদার নাম। তাই আমরা দেওয়াল লিখন না মুছে পাশাপাশি ফাঁকা জায়গায় দেবতনুদার সমর্থনে দেওয়াল লিখছি।’’এক কোথায় প্রচার করতে হবে কার হয়ে,সেই বিষয়ে বিভ্রান্ত বিজেপির নেতা কর্মীরা

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare