নববর্ষ ও পশ্চিমবঙ্গ দিবস পালনের নির্দেশ তৃণমূল কংগ্রেসের
এপ্রিল 3, 2025 < 1 min read

বৈশাখ মাস জুড়ে একগুচ্ছ সাংস্কৃতিক ও জনসংযোগমূলক কর্মসূচির মাধ্যমে ‘বাঙালিয়ানা’র চর্চায় নামতে চলেছে শাসকদল ৷ তৃণমূল সূত্রে জানা গিয়েছে, পয়লা বৈশাখ অর্থাৎ, যেটি এখন সরকারি ভাবে ‘পশ্চিমবঙ্গ দিবস’— সেখান থেকেই এই কর্মসূচির সূচনা করার ভাবনাচিন্তা চলছে ৷ যদিও, তৃণমূলের দাবি এর সঙ্গে সরাসরি ভোটর রাজনীতির নাকি কোনও যোগ নেই ৷ কিন্তু, সামনেই ২০২৬-এর বিধানসভা নির্বাচন ৷ তার আগে সাধারণ মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের এই কর্মসূচি নির্বাচনী প্রচারের প্রস্তুতি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷ রাজ্য সভাপতি সুব্রত বক্সির জারি করা বিজ্ঞপ্তিতে একাধিক নির্দেশিকা তৃণমূল নেতাকর্মীদের জন্য।নির্দেশিকায় জানানো হয়েছে, যেন গোটা রাজ্যে উপযুক্ত হোর্ডিং, ব্যানার দিয়ে এই দিবস পালনের ঘোষণা করা হয়। নববর্ষ উৎসব ও পশ্চিমবঙ্গ দিবস পালনের উৎসব সম্মিলিতভাবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলার মনীষীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, রক্তদান উৎসব ইত্যাদি জনহিতকর কর্মসূচির মধ্যে দিয়ে দিবস পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সে ক্ষেত্রে প্রত্যেক উৎসব রাজ্য সংগীত ‘বাংলার মাটি বাংলার জল’-এর মধ্যে দিয়ে শুরু করতে হবে এবং জাতীয় সংগীতের মাধ্যমে শেষ করতে হবে, এমন নির্দেশ জারি হয়েছে। তবে এবারই প্রথম নয়, এর আগে ২০২১ বিধানসভা ও ২০২৪ লোকসভা নির্বাচনে তৃণমূল বারবার বাংলা ও বাঙালিয়ানায় জোর দিয়েছিল ৷ নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে ‘বহিরাগত’ বলা, কিংবা ‘বাংলার অপমান’ ইস্যুকে সামনে রেখে তৃণমূল কার্যত বাংলা বনাম দিল্লি’র রাজনীতি সাজিয়েছিল ৷




6 days ago
6 days ago
6 days ago
6 days ago
6 days ago
দিল্লী-মহারাষ্ট্রে ভোটার কারচুপি? | Voter list SCAM led to BJP's win in Delhi & Maharashtra? | BJP
#BJP #AAP #BharatiyaJanataParty #AamAadmiParty #Delhi #Maharastra #Elections #NarendraModi #ArvindKejriwal #VoterList #ElectionCommission #NewszNow
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow
রাজ্য সভাপতির পদ নিয়ে শুভেন্দু-সুকান্তর খেয়োখেয়ি
#BJP #Bengal #SuvenduAdhikari #NewszNow
নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হয়ে মৃত ১৮
#Stampede #KumbhMela #Delhi #NewszNow #NewszNow