গঙ্গাসাগরকে ‘জাতীয় মেলা’ ঘোষণা পুরীর শঙ্করাচার্যর
জানুয়ারি 14, 2025 < 1 min read

এবার গঙ্গাসাগর মেলাকে ইস্যু করে মোদিকে খোঁচা দিলেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী মহারাজ। মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি নিয়ে কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ এবং কেন এই মেলাকে ‘জাতীয় মেলা’ ঘোষণা করা হচ্ছে না, তা নিয়েই কেন্দ্রের সমালোচনা করেন শঙ্করাচার্য। তিনি সাংবাদিক বৈঠক করে বলেন, মুড়িগঙ্গা নদীর উপর সেতু তৈরি করছে রাজ্য সরকার। এটা ভালো উদ্যোগ। কিন্তু কেন্দ্র কোনও সহায়তা করছে না রাজ্যকে।
মমতার প্রতি মোদির কোনও স্নেহ নেই। সাগরমেলাকে কেন্দ্রের তরফে এখনও পর্যন্ত জাতীয় মেলার তকমা না দেওয়ার প্রসঙ্গে শঙ্করাচার্য সাফ বলেন, “গঙ্গাসাগর অবশ্যই জাতীয় মেলা। না হলে আমি নিজে এখানে আসতাম নাকি? ওরা তকমা না দিলেও কিছু আসে-যায় না। ওদের অপেক্ষায় থাকবেন না। গঙ্গাসাগরকে সাধারণ মানুষই জাতীয় মেলা করে তুলেছে।” কিছুদিন আগেই গঙ্গাসাগরে ভারত সেবাশ্রম সঙ্ঘ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, সুযোগ এলে গঙ্গাসাগরকে জাতীয় মেলা হিসাবে ঘোষণা করবেন।




3 days ago
4 days ago
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের - NewszNow
tinyurl.com
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের NewszNow বাংলা -4 days ago
4 days ago
4 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow