ব্যক্তিত্ব বিভাগে ফিরে যান

অপরাজিত সত্যজিৎ রায়ের বাঙালিয়ানা

মে 2, 2024 | < 1 min read

সত্যজিৎ রায় বাংলা চলচ্চিত্রের এক নৃপতি। বিভিন্ন বিষয়ে তিনি সরব হয়েছিলেন ওনার ছবির মাধ্যমে। গ্রাম্য বাঙালির বাঙালিয়ানা কী? তা তিনি দেখিয়েছিলেন পথের পাঁচালীতে। আবার দেবীতে সত্যজিৎ রায় বাঙালির অন্ধ সংস্কারকে জয়ী হতে দেননি। মহানগরে দেখিয়েছিলেন এক প্রতিবাদী বাঙালি নারীকে। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে সত্যজিৎ রায়ের প্রথম দেখা হয় শান্তিনিকেতনে।

সত্যজিৎ রায় একটা খাতা নিয়ে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের অটোগ্রাফ নেবেন বলে। রবীন্দ্রনাথ ঠাকুর সেই খাতার মধ্যে লিখে দিয়েছিলেন বিখ্যাত আট লাইনের একটি কবিতা— বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু। দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু।

এক বিখ্যাত পত্রিকার তরফে সত্যজিৎ রায়কে জিজ্ঞেস করা হয়েছিল, তিনি কি হিন্দু? উত্তরে সত্যজিৎ রায় জানিয়েছিলেন, তিনি বাঙালি।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

নেতাজি আজও উজ্জ্বল মণিপুরে
FacebookWhatsAppEmailShare
অমর্ত্য মর্তেই, বললেন তনয়া নন্দনা সেন
FacebookWhatsAppEmailShare
অসুস্থ অপর্ণা সেন
FacebookWhatsAppEmailShare