রাজনীতি বিভাগে ফিরে যান

টিআরপি বেশি বলেই অনুদান বেশি, সাফাই গডকড়ীর

এপ্রিল 1, 2024 | < 1 min read

ভোটের মুখে নির্বাচনী বন্ড নিয়ে উত্তাল জাতীয় রাজনীতি। বিজেপির অনুদানের পরিমাণ দেখে বিরোধীরা দুর্নীতির অভিযোগ তুলে সবর হয়েছে। আর এই আবহে নির্বাচনী বন্ডের হয়ে সওয়াল করলেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী। জানালেন, যাদের টিআরপি বেশি, তাদের বিজ্ঞাপনও বেশি। সুতরাং, কেন্দ্রের শাসক দল হিসাবে বিজেপির অনুদান নিয়ে আশ্চর্য্য হওয়ার কারণ নেই।

সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নীতিন রবিবার বলেন, ‘‘এমনকি টেলিভিশন মিডিয়াতেও যাদের টিআরপি বেশি তারা বিজ্ঞাপনে ভাল দর পায়। যাদের টিআরপি কম তারা কম দরে বিজ্ঞাপন পায়। আজ আমরা শাসক দল, তাই আমরা বেশি অনুদান পেয়েছি। কাল অন্য কোনও দল ক্ষমতায় এলে তারাও অনুদান পাবে।” গডকড়ীর মতে, প্রতিটি রাজনৈতিক দলেরই অর্থের প্রয়োজন এবং তার সংস্থান বাড়াতে একটি আইনি উপায় খুঁজে বের করা দরকার ছিল। নির্বাচনী বন্ড সেই কাজটাই করেছে। নাগপুর থেকে প্রার্থী হওয়া নিতিনের পাল্টা প্রশ্ন, ‘‘বিরোধী দলকে দুর্বল বা শক্তিশালী করা কি আমাদের দায়িত্ব? যখন আমাদের মাত্র দু’জন সাংসদ ছিল, আমরা তো সহানুভূতি থেকে কোনও
প্যাকেজ পাইনি।’’

এই বক্তব্যের মাধ্যমে নীতিন পরিষ্কার করে দিয়েছেন যে বিজেপি নির্বাচনী বন্ড দুর্নীতির সবচেয়ে বড় ‘বেনিফিশিয়ারি’।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

সংসদের স্থায়ী কমিটিতে অভিষেক
FacebookWhatsAppEmailShare
প্রধানমন্ত্রী করার প্রস্তাব দিয়েছিল বিরোধীরা? মুখ খুললেন গড়করি
FacebookWhatsAppEmailShare
বিপাকে দিলীপ-দিন্দা! কড়া বার্তা বঙ্গ বিজেপির
FacebookWhatsAppEmailShare