বাংলা বিভাগে ফিরে যান

বারোদোলের মেলা

মার্চ 24, 2024 | < 1 min read

ইতিহাস বলে রাজমহিষীর মান ভাঙাতে নাকি আস্ত একটা মেলাই বসিয়েছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্র রায়। জনশ্রুতি মতে, নদিয়ারাজ তাঁর রানিদের বিশেষ করে দ্বিতীয়া পত্নীর মেলা দেখার ইচ্ছেপূরণের জন্য রাজবাড়ির চৌহদ্দির মধ্যে এক মেলার আয়োজন করে ছিলেন।রানি একবার নদিয়ারাজের কাছে সেকালে বিখ্যাত উলার ‘জাতের মেলা’ দেখতে চেয়েছিলেন। তাই রানীর আবদার রাখতে একটা আস্ত মেলা বসিয়ে ফেলেন রাজবাড়ির মাঠে।

সেই মেলাই বারোদোলের মেলা। নামে বারোদোল হলেও সব মিলিয়ে মোট তেরোটি বিগ্রহ থাকত বারোদোলের উৎসবে। সেগুলি হল বলরাম, ছোট নারায়ণচন্দ্র, বড় নারায়ণচন্দ্র, গোবিন্দদেব, গোপীমোহন,নদের গোপাল,গোপীনাথ (প্রতিকৃতি),গড়ের গোপাল,গোষ্ঠবিহারী, নাড়ুগোপাল,কৃষ্ণচন্দ্র,লক্ষ্মীকান্ত এবং মদনগোপাল। আবার এই মেলার নামকরণ প্রসঙ্গে আরেকটি ভিন্ন মতও রয়েছে। ‘বাহির দোল’ থেকে ‘বারদোল’, আর সাধারণ মানুষের চলতি উচ্চারণে সেটি হয়েছে ‘বারোদোল’।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

মালদায় এসে “গ্যারেন্টি” উধাও মোদির
FacebookWhatsAppEmailShare
রাজ্যের বিভিন্ন জেলায় তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস
FacebookWhatsAppEmailShare
সন্দেশখালিতে সিবিআইয়ের অভিযান নিয়ে কমিশনে অভিযোগ তৃণমূলের
FacebookWhatsAppEmailShare