‘৯০ ঘণ্টা কাজ’ বিতর্কে L&T কর্ণধারকে খোঁচা আমূল গার্লের
জানুয়ারি 16, 2025 < 1 min read
![](https://newsznow.in/wp-content/uploads/2025/01/sdveth-1024x530.png)
বিগত বেশ কয়েকদিন ধরেই কর্পোরেট জগতে বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে ‘৯০ ঘণ্টা কাজ’। কয়েকদিন আগেই লারসেন অ্য়ান্ড টুব্রোর কর্ণধার এসএন সুব্রহ্মণ্যন সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করার নিদান দিয়েছিলেন। এই আবহে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করা হল আমূলের তরফ থেকে। সেখানে একজন স্যুট পরা ব্যক্তিকে হাত তুলে থাকতে দেখা গিয়েছে ক্যালেন্ডারের দিকে। তিনি এক রবিবারের দিকে আঙুল নির্দেশ করছেন। আর পিছনে হাঁ করে তাকিয়ে আছে আমূল গার্ল। সেই ক্যারিকেচারে লেখা – ‘শ্রম ও পরিশ্রম? আমূল প্রতিদিন আপনার রুটির দিকে নজর রাখবে।’
উল্লেখ্য, সম্প্রতি কর্মীদের সঙ্গে ভার্চুয়াল সাক্ষাতে সুব্রহ্মণ্যনকে প্রশ্ন করা হয়েছিল, কেন লারসেন অ্য়ান্ড টুব্রোর মতো মাল্টি-বিলিয়ন ডলার মূল্যের একটি সংস্থা এখনও কর্মীদের শনিবার কাজ করাচ্ছে? তার জবাবে সুব্রহ্মণ্যন বলেছিলেন, ‘আমার অনুশোচনা হচ্ছে যে আমি আপনাদের দিয়ে রবিবারও কাজ করাতে পারছি না। আমি যদি আপনাদের রবিবারও কাজ করাতে পারতাম, তাহলে আমি খুশি হতাম। কারণ, আমি নিজে রবিবার কাজ করি। বাড়িতে বসে আপনারা কী আর করবেন? কতক্ষণ তাকিয়ে থাকবেন নিজের বউয়ের দিকে? ধুর, অফিস যান। করুন কাজ।’
এরপরই সুব্রহ্মণ্যন তাঁর এক অভিজ্ঞতা কর্মীদের সঙ্গে শেয়ার করেন, ‘একবার এক চিনা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল আমার। তিনি দাবি করেছিলেন, চিন অনায়াসেই হারিয়ে দিতে পারে আমেরিকাকে। কারণ, চিনারা সপ্তাহে কাজ করেন ৯০ ঘণ্টা। সেখানে সপ্তাহে মাত্র ৫০ ঘণ্টা কাজ করেন মার্কিনিরা। তাই আপনাকে যদি বিশ্বের সেরা হতে হয়, তাহলে প্রত্যেক সপ্তাহে ৯০ ঘণ্টা কাজ করতেই হবে। আপনারা শুরু করে দিন সেটা।’ পরে সুব্রহ্মণ্যনের এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে এবং অনেক শিল্পপতি এই নিয়ে নিজেদের মতামত প্রকাশ করেন।
![facebook](https://newsznow.in/wp-content/themes/newsz-now-new/assets/images/facebook.png)
![youtube](https://newsznow.in/wp-content/themes/newsz-now-new/assets/images/youtube.png)
![twitter](https://newsznow.in/wp-content/themes/newsz-now-new/assets/images/x.png)
![instagram](https://newsznow.in/wp-content/themes/newsz-now-new/assets/images/ig.png)