বাংলার ৮৫% নারীই এখন অর্থনৈতিকভাবে স্বাধীন, বলছে রিপোর্ট
ফেব্রুয়ারি 13, 2025 < 1 min read

মানুষের, তথা সাধারণ ঘরের গৃহস্থ মহিলাদের হাতে নগদ অর্থ বাড়াতেই লক্ষ্মীর ভান্ডারের মত প্রকল্প নিয়েছিল বাংলার সরকার। এর জেরে মা, বোনদের হাতে বেড়েছে নগদের যোগান, যার সরাসরি ভালো প্রভাব পড়ছে রাজ্যের অর্থনীতিতে, এমনই জানা যাচ্ছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের একটি রিপোর্টে।
মহিলাদের হাতে নগদের যোগান বৃদ্ধিতে বাড়ছে তাঁদের ক্রয়ক্ষমতা, এবং বাংলার ৮৫% নারীই এখন স্বতন্ত্র অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন, এমনটাই জানা যাচ্ছে রিপোর্ট মারফৎ।
একইসঙ্গে টাকার যোগান বাড়তে লগ্নি হচ্ছে ছোট ও মাঝারি শিল্প এবং পাওয়ার হ্যান্ডলুমের মতো ইন্ডাস্ট্রিতে। এই সম্পূর্ণ ক্ষেত্রের উন্নতিসাধন এবং মানব উন্নয়নের লক্ষ্যেই রাজ্যের বাজেটের ৩০% অর্থ বরাদ্দ করা হয় লিঙ্গভিত্তিক প্রকল্পে, যার মধ্যখানে থাকে মহিলাদের স্বার্থ।
লক্ষ্মীর ভান্ডারের মত প্রকল্পের পাশাপাশি নারী এবং শিশুকল্যাণে বহু উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষ থেকে, যার মধ্যে অন্যতম উজ্জ্বল কন্যাশ্রী। মহিলা পরিচালিত স্বনির্ভর গোষ্ঠীদের দিয়ে তৈরি করানো হয় রাজ্য সরকারি স্কুলের পড়ুয়াদের ইউনিফর্ম। এরকম স্বনির্ভর গোষ্ঠী ২০১১য় রাজ্যে ছিল ২.৮২ লক্ষ, যা ২০২৩-এ ১০.৬৮ লক্ষ ছাড়িয়েছে, এবং যুক্ত হয়েছেন ১ কোটির বেশি মহিলা।
মহিলাদের অর্থনৈতিক স্বনির্ভরতা এবং স্বতন্ত্র অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা বৃদ্ধির তথ্য তুলে ধরেছে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডঃ অমর্ত্য সেনের স্বেচ্ছাসেবী সংস্থা প্রতীচী।




3 days ago
4 days ago
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের - NewszNow
tinyurl.com
বিজেপির স্লোগান তুলে পোস্টার-কটাক্ষ তৃণমূলের NewszNow বাংলা -4 days ago
4 days ago
4 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow