NEWSZNOW বাংলা

... ...

বাংলা ENGLISH

দেশ বিভাগে ফিরে যান

নতুন আয়কর বিলে কী কী রয়েছে? দেখে নিন এক নজরে

ফেব্রুয়ারি 14, 2025 < 1 min read

লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন একটি নতুন আয়কর বিল পেশ করলেন। নতুন আয়কর বিলটি বর্তমানে কার্যকর ১৯৬১ সালের আয়কর আইনের সরলীকরণ এবং পুনর্গঠনের জন্য তৈরি করা হয়েছে। বর্তমান বিলটি ১৯৬১ সালে তৈরি হয়েছিল এবং ১৯৬২ সালে কার্যকর হয়েছিল। এতে ২৯৮টি ধারা ছিল এবং বছরের পর বছর ধরে এতে বেশ কয়েকটি সংশোধনী এসেছে, যা করদাতাদের কাছে এটিকে আরও জটিল এবং দুর্বোধ্য করে তুলেছে।বর্তমান বিলটি সহজ করার লক্ষ্যে সরকার একটি নতুন আয়কর বিল চালু করেছে, যার ৬২২ পৃষ্ঠার মধ্যে ৫৩৬টি ধারা, ২৩টি অধ্যায় এবং ১৬টি তফসিল রয়েছে। ‘কর বছর’ শব্দটি চালু করা হয়েছে, যা ‘মূল্যায়ন বছর’শব্দটির পরিবর্তে এসেছে, যা প্রায়শই করদাতাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করে।নতুন আয়কর বিল থেকে ৫৪E ধারার মতো অনেক অপ্রয়োজনীয় নিয়ম বাদ দেওয়া হয়েছে। এটি এমন একটি বিভাগ যা আবাসিক বাড়ির সম্পত্তি বিক্রি থেকে উদ্ভূত মূলধন লাভের উপর কর কীভাবে সাশ্রয় করা যায় তার নিয়ম ঠিক করে। এর সঙ্গে সঙ্গে, অনেক পুরনো নিয়ম এবং ছাড় সরিয়ে দেওয়া হয়েছে, যা আর প্রাসঙ্গিক নয়।নতুন আয়কর বিল দেখে বিরোধীরা, এমনকী অনেক নামী ট্যাক্স কনসালট্যান্টও বলছেন, ‘ওল্ড ওয়াইন ইন নিউ বটল’। এর জন্য এত ঢাকঢোল পেটানোর দরকার ছিল না। এতে না আছে আমজনতার জন্য ইনকাম ট্যাক্সে নতুন কোনও করছাড়ের প্রস্তাবনা, না আছে করের হিসেবে কোনও সুবিধা বা বদল। এর থেকে আগামী দিনে বিরাট কোনও সুবিধা পেতে চলেছেন দেশবাসী, এমনটাও বলা যাবে না। অভিযোগ, করের হিসেবে ‘ক্ল্যারিকাল’ কিছু কাজের সুবিধা ছাড়া কিছুই নেই নতুন বিলের প্রস্তাবনায়।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

অমিত শাহের বঙ্গসফর স্থগিত, রাজ্যসভার ওষুধের এফেক্ট বললো তৃণমূল?

FacebookWhatsAppEmailShare

মোদির বিদেশ সফরে মোট খরচ ২৫৮ কোটি, জানাল কেন্দ্র

FacebookWhatsAppEmailShare

নজিরবিহীন শাহ-সাকেত তুমুল তর্ক বিতর্কের পর আজ রাজ্যসভা ভেস্তে গেলো

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...