NEWSZNOW বাংলা

৩১ মার্চ, ২০২৫ ...

বাংলা ENGLISH

বাংলা বিভাগে ফিরে যান

অমিত শাহের বঙ্গসফর স্থগিত, রাজ্যসভার ওষুধের এফেক্ট বললো তৃণমূল?

মার্চ 23, 2025 < 1 min read

মার্চের শেষে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহর। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত বাংলায় আসছেন না। মার্চের সফর বাতিল করেছেন তিনি। শনিবার একথা জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ইদকে সম্মান জানিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপাতত তাঁর সফর বাতিল করেছেন বলে তিনি জানালেন।শাহের সফর বাতিলের কথা জানিয়ে সুকান্ত বলেন, “মার্চে অমিত শাহর বাংলা সফর বাতিল হয়েছে। ৩১ তারিখ ইদ রয়েছে। তারই সম্মানে এই সফর তিনি বাতিল করেছেন। কবে উনি আসবেন, সেটা আমরা জানিয়ে দেব। আগামিদিনে নির্বাচন রয়েছে। প্রচুর কেন্দ্রীয় নেতৃত্ব বাংলায় আসবেন।

”চলতি বছরের জানুয়ারিতে, স্বরাষ্ট্রমন্ত্রী পূর্ব মেদিনীপুর জেলায় একটি জনসভায় যোগ দেওয়ার জন্য রাজ্যে আসার পরিকল্পনা করেছিলেন। সেই সফরও শেষ মুহূর্তে অন্য কর্মসূচির কারণে বাতিল করা হয়েছিল। বিজেপি সূত্রে আরও জানা গেছে যে, রাজ্যের বিজেপি সংগঠন নতুনভাবে সাজানোর পর দলের রাজ্য সভাপতি এবং দলের শীর্ষ নেতৃত্বের মধ্যে আস্থা বৃদ্ধির জন্য এই সফরগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অমিত শাহের সফর পিছিয়ে যাওয়ার কারণে কিছুটা হলেও দলের কর্মকাণ্ডে দেরি হতে পারে, তবে এটি সাময়িক অবস্থা এবং শীঘ্রই তার নতুন সময়সূচি ঘোষণা করা হবে। তবে অমিত শাহের সফর বাতিল নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের এক শীর্ষ নেতা বলেন, ‘রাজ্যসভার ওষুধের এফেক্ট?’

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

অক্সফোর্ডে বাম বিশৃঙ্খলা: কল্যাণের নিশানায় তৃণমূলী ছাত্র-যুব

FacebookWhatsAppEmailShare

অক্সফোর্ডে স্বতঃস্ফূর্ত মমতা; রামবাম চক্রান্তকে নস্যাৎ করলেন সংযতভাবে

FacebookWhatsAppEmailShare

সিপিএমের ‘ডিপি’তে মমতার পছন্দের রং নীল সাদা

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...