সিপিএমের ‘ডিপি’তে মমতার পছন্দের রং নীল সাদা
মার্চ 23, 2025 < 1 min read

রাজ্য সিপিএমের ফেসবুক পেজের ‘ডিপি’ থেকে সেই লাল রং উবে গিয়ে জায়গা করে নিল নীল-সাদা শরতের আকাশের প্রেক্ষাপটে হলুদ রঙের কাস্তে-হাতুড়ি। যে রং তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের। ‘ডিপি’ এবং কভার ছবি দু’টি ক্ষেত্রেই মুখ্য হয়ে উঠেছে নীল-সাদা। তবে কভার ফোটোতে ২০ এপ্রিলের ব্রিগেড কর্মসূচির উল্লেখ রয়েছে।ফেসবুক পেজের ডিপি বদল হতেই নানাবিধ কমেন্টে উপচে পড়েছে
কমেন্ট বক্স। চিরাচরিত লাল কাস্তে-হাতুড়ির আচমকাই বদলে গেল কেন?
প্রশ্ন তুলে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই ডিপি বদল নিয়ে সংবাদমাধ্যমে তৃণমূল নেত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে বলতে শোনা গিয়েছে, ‘এত দিন ওরা নীল-সাদা নিয়ে কটাক্ষ করত। আজকে নিজেরাই ওই রং করেছে। আসলে ওরা ওদের রক্তাক্ত ইতিহাস ভুলতে এই রং বদল করেছে। লাল সরিয়ে দিয়েছে।’
পাল্টা আবার মহম্মদ সেলিম সংবাদমাধ্যমে বলেছেন, ‘তৃণমূলের বক্তব্যে মনে হচ্ছে ওরা নীলের উপর যে মৌরসিপাট্টা কায়েম করেছে তাতে আবার নীল কর চালু করবে।’সিপিএমের পক্ষ থেকে যদিও সৃজন ভট্টাচার্য সাফাই দিয়েছেন, এই রং বদলের তাঁদের অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ একসময় যে রবীন্দ্রনাথকে ব্রাত্য করেছিল সিপিএম, এখন তারই শরণে শূন্যে নামা বামেরা।




6 days ago
6 days ago
6 days ago
6 days ago
6 days ago
রাজ্য পুলিশ ব্যর্থ হলে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী ! অবৈধ নির্মাণ ভাঙা নিয়ে মন্তব্য বিচারপতি সিনহার
বিস্তারিত:
#StatePolice #CentralForce #IllegalConstruction #NewszNow