NEWSZNOW বাংলা

March 31, 2025, Monday 13:35:59

বাংলা ENGLISH

কলকাতা বিভাগে ফিরে যান

‘বাড়ি থেকে টেনে নিয়ে এসে রাস্তায় মারব,’ ফের বেলাগাম দিলীপ ঘোষ

মার্চ 23, 2025 < 1 min read

বিতর্কিত মন্তব্য করেও নিজের অবস্থানেই অনড় দিলীপ ঘোষ। শুধু তাই নয়, এবার বাড়ি ঢুকে মারার হুশিয়ারি দিলেন তিনি। সম্প্রতি খড়্গপুরে রাস্তার উদ্বোধনে গিয়ে স্থানীয় মহিলাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছিল প্রাক্তন বিজেপি সাংসদের। এবার সেই খড়্গপুরে দাঁড়িয়েই মেজাজ আরও চড়িয়ে মারাত্মক হুঁশিয়ারি দিলীপ ঘোষের। শনিবার সকালে দিলীপ ঘোষ বলেছেন, “যা বলেছি ঠিক বলেছি। এই ধরনের বেয়াদপি যদি কেউ করতে আসে, সে যে পার্টিরই হোক, তাকে বাড়ি থেকে বের করে এনে রাস্তায় পিটব, সে যত বড় নেতাই হোক।


দিলীপ ঘোষ কারও বাপের খায় না, কারও জমিদারিতে পা দেয় না। দিলীপ ঘোষের মেজাজ এমনই থাকবে। তৃণমূল যদি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি…বাড়িতে ঢুকে মারব, না হয় বাড়ি থেকে টেনে এনে চৌরাস্তায় মারব। আমি শিখিয়ে দেব কোনটা কু-কথা আর কোনটা সু-কথা। রাজনীতি ছেড়ে দেব, মেজাজ ছাড়ব না।”দিলীপের বক্তব্য শুনেই খড়গপুরে তাঁর বাংলোর সামনে হাজির হন তৃণমূল কর্মী, সমর্থকরা। বাংলোতে ছিলেন না বিজেপির প্রাক্তন সাংসদ।

তৃণমূলের সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবাশিস চৌধুরীর নেতৃত্বে ছ-সাত জন কাউন্সিলর-সহ একাধিক কর্মীরা দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিজেপি-র জেলা সাধারণ সম্পাদক সমিত মণ্ডলের নেতৃত্বে বিজেপির বেশ কিছু নেতাকর্মীও পৌঁছে যান সেখানে। ফলে ব্যাপক উত্তেজনা ছড়ায় শনিবার দুপুরে। যদিও, দিলীপ ঘোষ বাংলো ছাড়েন অনেক আগেই।

FacebookWhatsAppEmailShare
facebook
youtube
twitter
instagram

আরো দেখুন

যাদবপুরে হয়েছে “বেআইনি সমাবর্তন”!: নতুন নাটক রাজ্যপালের

FacebookWhatsAppEmailShare

সিপিএমের ‘ডিপি’তে মমতার পছন্দের রং নীল সাদা

FacebookWhatsAppEmailShare

পুলিশের পোস্টিং – বদলির নয়া নিয়ম অনলাইনে

FacebookWhatsAppEmailShare
line
লোড হচ্ছে...