বাংলা বিভাগে ফিরে যান

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ফিরছে বাংলার ট্যাবলো

জানুয়ারি 18, 2023 | < 1 min read

প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে বেশ কয়েক বার সংঘাত হয়েছে রাজ্য ও কেন্দ্রের। সব বিবাদ শেষে ফের দিল্লির প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নামতে চলেছে বাংলার ট্যাবলো।

এবার বাংলার থিম ‘দুর্গা ও নারীশক্তির ক্ষমতায়ন’। এর সঙ্গে শোনা যাবে চণ্ডীপাঠ, ঢাকের বাদ্যিও।

এবছর কলকাতার দুর্গাপুজোকে ইউনেস্কো ‘আবহমান সাংস্কৃতিক ঐতিহ্য’-এর আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে। আর তাই নারীশক্তির আবাহনকে ফুটিয়ে তোলার জন্য ট্যাবলোয় মা দুর্গার সঙ্গে থাকবেন মহিলা ঢাকিরা।

গত বছর কুচকাওয়াজে রাজ্যের ট্যাবলো জায়গা পায়নি, সেবছর স্বাধীনতার অমৃত মহোৎসব এবং সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবার্ষিকীকে থিম করে ট্যাবলো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। কিন্তু, কিন্তু প্রতিরক্ষা মন্ত্রকের বিশেষজ্ঞ কমিটি তা খারিজ করে দেয়।

উল্লেখ্য, এর আগে ২০২০ সালে বাংলার ‘কন্যাশ্রী’, ‘জল ধরো, জল ভরো’ থিমের ট্যাবলোকেও কেন্দ্রের ছাড়পত্র দেয়নি কেন্দ্র।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare