কেন কৃষকদের ন্যায্য দাবি বিবেচনা করার কথা বলছে না কেন্দ্র?
জানুয়ারি 4, 2025 < 1 min read
কৃষক বিক্ষোভে এবার হস্তক্ষেপ করলো সুপ্রিম কোর্ট। কেন্দ্রকে তোপ দেগে শীর্ষ আদালতের প্রশ্ন, কেন্দ্রের একগুঁয়ে মনোভাবের কারণ কী? কেনই বা কেন্দ্র কৃষকদের ন্যায্য দাবিদাওয়া নিয়ে আলোচনায় বসছে না? ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি নিয়ে আইনি নিশ্চয়তার দাবিতে কৃষকদের যে আন্দোলন চলছে, সে বিষয়ক একটি মামলায় এই পর্যবেক্ষণ জানিয়েছে শীর্ষ আদালত।বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে কৃষক আন্দোলন নিয়ে দায়ের হওয়া একটি আর্জির শুনানি ছিল। আবেদনটি করেছিলেন কৃষক নেতা জগজিত সিং ডাল্লেওয়াল।
এই আবেদনের শুনানির ভিত্তিতে কেন্দ্রকে উত্তর দিতে বলেছে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভূইঞার বেঞ্চ। তাঁদের বক্তব্য, কেন সরকার কৃষকদের অভিযোগ শুনতে প্রস্তুত নয়? কেন কেন্দ্র বিবৃতি দিয়ে বলছে না, তারা কৃষকদের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।শীর্ষ আদালতের এই বাক্যবাণে সলিসিটার জেনারেল তুষার মেহতা বলেছেন, সরকার প্রতিটি কৃষককে নিয়ে উদ্বিগ্ন এবং এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করবে।
কৃষক নেতা দাল্লেওয়ালের অনশন ভাঙতেও কেন্দ্র আলোচনায় রাজি বলে জানিয়েছেন তিনি। আবেদনকারীর আইনজীবী গুনিন্দর কউর গিল পাল্টা বলেন, একই ইস্যুতে বারবার কমিটি গঠন করে কোনও সমাধান আসছে না।গত কয়েক বছরে কৃষক আন্দোলনে জেরবার হয়েছে কেন্দ্রীয় সরকার।
সম্প্রতি পাঞ্জাবে স্বতঃফূর্ত বনধ করে কেন্দ্রের ওপর চাপ বাড়িয়েছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। সেই সঙ্গে চলছে কৃষক নেতা দাল্লেওয়াল দীর্ঘদিন ধরে চলা অনশন। এবার সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে কেন্দ্র কী ব্যবস্থা নেয় সেদিকেই তাকিয়ে আছে সকলে।
#Union Government, #modi, #Farmery Protest, #supreme court of india, #BJP
3 days ago
4 days ago
4 days ago
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ - NewszNow
শুরু হল বাংলা সঙ্গীতমেলা ২০২৫ NewszNow বাংলা -4 days ago
4 days ago
লাদাখে নয়া দুই চিনা প্রদেশের অংশ! ফের সংঘাতে ভারত-চিন?
বিস্তারিত:
#Ladkh #China #War #India #NewszNow
১৮ বছরের নীচে ফেসবুক খুলতে গেলে বাবা-মা’র অনুমতি লাগবে! বড় পদক্ষেপ কেন্দ্রের
বিস্তারিত:
#Facebook #Parent #Permission #India #NewszNow