বাংলা বিভাগে ফিরে যান

লোকসভা ভোটে কোথায় দাঁড়াবেন রচনা ও মিমি?

মার্চ 5, 2024 | < 1 min read

আবার রাজনীতিতে মিমি চক্রবর্তী? কিন্তু কোথা থেকে তাঁকে প্রার্থী করা হবে, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি বলেই শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে হুগলি বা অন্য কোনও কেন্দ্র থেকে প্রার্থী করা হতে পারে অভিনেত্রীকে। যাদবপুরে দাঁড়াচ্ছেন না মিমি। ফেব্রুয়ারি মাসেমমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে সাংসদ পদ থেকে ইস্তফা দেন অভিনেত্রী। তৃণমূল সূত্রে খবর, আবারও লোকসভা ভোটে তাঁকে প্রার্থী করা হবে। বিজেপির কোনও হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধেই লোকসভা ভোটে লড়বেন মিমি।

কদিন আগেই দিদি নম্বর ১-এর মঞ্চে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় দিদির সঙ্গে দেখা করতে নবান্নতেও গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কলকাতা নয়, শুভেন্দু গড়ে ভোটের লড়াইয়ে নামছেন টলিউডের অভিনেত্রী। পূর্ব মেদিনীপুরের কাঁথি বা তমলুক থেকে প্রার্থী হচ্ছেন অভিনেত্রী এমনই জল্পনা।যদিও এ বিষয়ে রচনা বন্দ্যোপাধ্যায় জানাচ্ছেন, এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও চূড়ান্ত হয়নি। আর যদি চূড়ান্ত সিদ্ধান্ত হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে নিজেই জানাবেন।

FacebookWhatsAppEmailShare

আরো দেখুন

ভোটদানের তথ্যে বিলম্ব কেন? ৫ বছর আগেই মামলা মহুয়ার, শুনানি শুক্রবার
FacebookWhatsAppEmailShare
প্ৰকাশ্যে ভিডিওতে অগ্নিমিত্রা পালের ‘ঘনিষ্ঠ’র কাছ থেকে উদ্ধার হওয়া ৩৫ লক্ষ টাকা
FacebookWhatsAppEmailShare
মোদীর সভার দিন ঝাড়গ্রামে জোড়াফুলে যোগদান করলেন বিদায়ী সাংসদ কুনার হেমব্রম
FacebookWhatsAppEmailShare